ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের শুরুটা দারুণ করে বাংলাদেশ। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে এখন স্বাগতিকেরা পাল্টা জবাব দিচ্ছে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ব্যাটে। দুজনের সামনেই এখন সেঞ্চুরির হাতছানি।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৬ রানে ৩ উইকেটে পরিণত হয় পাকিস্তান। শুরুর বিপর্যয় পাকিস্তান সামলে ওঠে ধীরে ধীরে। শাকিল প্রথম দিন ৩ উইকেট পড়ার পর যে ব্যাটিংয়ে নেমেছেন, এখনো মাটি কামড়ে পড়ে আছেন। এরই মধ্যে ২০ ইনিংসে ১০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি, যা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে দ্রুততম। শাকিলের সমান ২০ ইনিংসে টেস্টে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন সদ্য প্রয়াত সাইদ আহমেদ। শাকিলের কীর্তি গড়ার টেস্টে রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে পাকিস্তানে গেল ৪ উইকেটে ২৫৬ রানে। এরই মধ্যে পঞ্চম উইকেটে ১৪২ রানের জুটি গড়ে ফেলেছেন রিজওয়ান ও শাকিল।
৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবেই খেলছেন শাকিল ও রিজওয়ান। প্রথাগত রক্ষণাত্মক তো রয়েছেই। পাশাপাশি বাজে বল পেলে সেটাকে বাউন্ডারিত পরিণত করছেন তাঁরা। হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান কেউই পারছেন না পাকিস্তানের উইকেট ফেলতে। যেখানে ১৫ ওভারে ৮০ রান দিয়ে উইকেটশূন্য নাহিদ। ৫৩তম ওভারের তৃতীয় বলে নাহিদকে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে টেস্টের দশম ফিফটি তুলে নেন রিজওয়ান।
নাহিদকেই যেন আজ পেয়ে বসেছেন রিজওয়ান। ৫৩তম ওভারের চতুর্থ বলে একই এলাকা (ডিপ থার্ড ম্যান) দিয়ে চার মেরেছেন রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটার ৫৫তম ওভারের প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন রিজওয়ান। মধ্যাহ্নভোজের বিরতিতে যখন পাকিস্তান গেল, তখন স্ট্রাইকরেটে শাকিলের চেয়ে এগিয়ে রিজওয়ান। ১৩১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮৯ রান করেছেন রিজওয়ান। পাকিস্তানি ব্যাটারের স্ট্রাইকরেট ৬৭.৯৩। শাকিল ৫০.৮৮ স্ট্রাইকরেটে শাকিল ৮৬ রানে অপরাজিত। রিজওয়ান, শাকিল দুজনেই টেস্টের তৃতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের শুরুটা দারুণ করে বাংলাদেশ। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে এখন স্বাগতিকেরা পাল্টা জবাব দিচ্ছে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ব্যাটে। দুজনের সামনেই এখন সেঞ্চুরির হাতছানি।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৬ রানে ৩ উইকেটে পরিণত হয় পাকিস্তান। শুরুর বিপর্যয় পাকিস্তান সামলে ওঠে ধীরে ধীরে। শাকিল প্রথম দিন ৩ উইকেট পড়ার পর যে ব্যাটিংয়ে নেমেছেন, এখনো মাটি কামড়ে পড়ে আছেন। এরই মধ্যে ২০ ইনিংসে ১০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি, যা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে দ্রুততম। শাকিলের সমান ২০ ইনিংসে টেস্টে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন সদ্য প্রয়াত সাইদ আহমেদ। শাকিলের কীর্তি গড়ার টেস্টে রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে পাকিস্তানে গেল ৪ উইকেটে ২৫৬ রানে। এরই মধ্যে পঞ্চম উইকেটে ১৪২ রানের জুটি গড়ে ফেলেছেন রিজওয়ান ও শাকিল।
৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবেই খেলছেন শাকিল ও রিজওয়ান। প্রথাগত রক্ষণাত্মক তো রয়েছেই। পাশাপাশি বাজে বল পেলে সেটাকে বাউন্ডারিত পরিণত করছেন তাঁরা। হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান কেউই পারছেন না পাকিস্তানের উইকেট ফেলতে। যেখানে ১৫ ওভারে ৮০ রান দিয়ে উইকেটশূন্য নাহিদ। ৫৩তম ওভারের তৃতীয় বলে নাহিদকে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে টেস্টের দশম ফিফটি তুলে নেন রিজওয়ান।
নাহিদকেই যেন আজ পেয়ে বসেছেন রিজওয়ান। ৫৩তম ওভারের চতুর্থ বলে একই এলাকা (ডিপ থার্ড ম্যান) দিয়ে চার মেরেছেন রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটার ৫৫তম ওভারের প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন রিজওয়ান। মধ্যাহ্নভোজের বিরতিতে যখন পাকিস্তান গেল, তখন স্ট্রাইকরেটে শাকিলের চেয়ে এগিয়ে রিজওয়ান। ১৩১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮৯ রান করেছেন রিজওয়ান। পাকিস্তানি ব্যাটারের স্ট্রাইকরেট ৬৭.৯৩। শাকিল ৫০.৮৮ স্ট্রাইকরেটে শাকিল ৮৬ রানে অপরাজিত। রিজওয়ান, শাকিল দুজনেই টেস্টের তৃতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে