দলের হতাশার মাঝে সুখবর দিলেন মিরাজ-মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক   
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৫
টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মেহেদী হাসান মিরাজের সময়টা কাটছে অম্লমধুর।এই ভালো তো এই খারাপ তাঁর পারফরম্যান্স। এমনকি তাঁর নেতৃত্বে বাংলাদেশও আশানুরূপ খেলছে না। দলের হতাশার মাঝপথে আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন খেলছে সীমিত ওভারের ক্রিকেট। এরই মধ্যে তিন ওয়ানডের মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে গত রাতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে আগেভাগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

মিরাজরা যখন হতাশায় ডুবছেন, সেই মুহূর্তে আজ আইসিসি সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। হালনাগাদের পর টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন মিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ২৮৪। উইন্ডিজের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া টেস্ট সিরিজে ৩৬.৫ গড়ে করেছেন ১৪৬ রান। নিয়েছেন ৫ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতেই ফিফটি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতেই ফিফটি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

মাহমুদউল্লাহ এগিয়েছেন ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণে তিন ধাপ এগিয়ে ৪০ নম্বর ব্যাটার এখন মাহমুদউল্লাহ। তাঁর রেটিং ৫৪৬। ওয়ানডেতে ফিফটির হ্যাটট্রিক করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেছেন ৫০ ও ৬২ রান। সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫০ রান খেলে থাকেন অপরাজিত। একই মাঠে গত রাতে দলের বিপদের মুহূর্তে অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিবের সঙ্গে ৯২ রানের জুটি গড়তে অবদান রাখেন মাহমুদউল্লাহ। ৮০০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাবর আজম আগের মতোই শীর্ষে অবস্থান করছেন।

টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং ৪১৫। অলর‍াউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিন ও চারে থাকা রবিচন্দ্রন অশ্বিন ও সাকিব আল হাসানেরও অবস্থান অপরিবর্তিত। সাকিব ও অশ্বিনের রেটিং ২৮৩ ও ২৬৩। টেস্টে সাকিব সবশেষ খেলেছেন এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে কানপুরে ভারতের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটেও এটা তাঁর সবশেষ কোনো ম্যাচ। অশ্বিন সবশেষ টেস্ট খেলেছেন অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের টেস্টে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে টেস্টে জো রুট সিংহাসন হারিয়েছেন স্বদেশি হ্যারি ব্রুকের কাছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক ধাপ এগিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে এখন ব্রুক। তাঁর রেটিং ৮৯৮। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত দুই টেস্টের তিন ইনিংস খেলে করেছেন ৩৪৯। দুই সেঞ্চুরি করেছেন তিনি। এক ধাপ পিছিয়ে রুট এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় ব্যাটার। তাঁর রেটিং ৮৯৭। আগের মতো টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনে অবস্থান করছেন কেইন উইলিয়ামসন। কিউই এই ব্যাটারের রেটিং ৮৯৭।

৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে জসপ্রীত বুমরা। দুই ও তিনে থাকা কাগিসো রাবাদা ও জশ হ্যাজলউডের রেটিং ৮৫৬ ও ৮৫১। রাবাদা, হ্যাজলউড-দুজনের জায়গা আগের মতোই অপরিবর্তিত। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন প্যাট কামিন্স। ভারতের বিপক্ষে গোলাপী বলের টেস্টে ৯৮ রানে নিয়েছেন ৭ উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত