বাংলাদেশের কাছে অলআউট হতে চায়নি ভারত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৩৬
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৪৫

দুই দিনের বেশি সময় খেলা হয়নি। তারপরও কানপুর টেস্টে দারুণ রোমাঞ্চ। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও। গ্রিন পার্কে আজ চতুর্থ দিন এ প্রতিবেদন পর্যন্ত পড়ল বাংলাদেশ-ভারতের ১৬ উইকেট। বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ভারত খেলল ‘বাজবল’। 

মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওভারপ্রতি স্বাগতিকেরা রান তুলেছে ৮.২২ হারে। যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মারা যেভাবে শুরু করেছিলেন যেন টি-টেন লিগ কিংবা কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে কানপুরে। 

৩ ওভারে ফিফটি, ১০.১ ওভারে দলীয় শতক ভারতের! ব্যাটিংয়ের ধরন দেখে বুঝতে বাকি রইল না, এই ম্যাচের ইতিবাচক ফলই চায় তারা। এ জন্য দ্রুত রান তোলা এবং ৫২ রানের লিড নিয়ে বাংলাদেশকে আবারও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠানো। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তারা। 

নিজেদের মাঠে বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে, চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথটা আরও মসৃণ হবে ভারতের। জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা যেভাবে ব্যাটিং করেছেন, বড়সড় লিডের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বাংলাদেশ। শেষ ৪০ রানে ভারতের ৫টি উইকেট ফেরায় সফরকারীরা। 

রোহিত ১১ বলে ২৩, জয়সওয়াল ৫১ বলে ৭২, কোহলি ৩৫ বলে ৪৭, লোকেশ ৪৩ বলে ৬৮ রান করেছেন।  ২৮৫ রানে ৯ উইকেট পড়ার পর অলআউট হতে চাননি রোহিত, ঘোষণা দিলেন ইনিংস। ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ দুজনেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত