Ajker Patrika

বিশ্বকাপের শেষ চার নিয়ে আমলার ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১: ১০
বিশ্বকাপের শেষ চার নিয়ে আমলার ভবিষ্যদ্বাণী

ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ হবে আর তা নিয়ে ভবিষ্যদ্বাণী হবে না, তা কি হতে পারে? অবশ্যই নয়। ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা জ্যোতিষবিজ্ঞানের চর্চা করবেন এটাই স্বাভাবিক। ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না।

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে আর দেড় সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্টের সময় ঘনিয়ে আসায় নিজের সেরা চার দলের নামও জানিয়ে দিলেন হাশিম আমলা। তিনিই যে প্রথম ভবিষ্যদ্বাণী দিচ্ছেন এমনটা নয়। এমনকি দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারদের মধ্যেও নয়।

আমলার আগে বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটাররা নিজেদের শেষ চারের নাম জানিয়ে দিয়েছেন। ডি ভিলিয়ার্স তো ফাইনাল কোন কোন দল খেলতে পারে সেটিও জানিয়ে দিয়েছেন। দ্রুততম সেঞ্চুরিয়ানের মতে, ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড।

স্বদেশি ডি ভিলিয়ার্সের মতো ফাইনালের দুই দলের নাম না বললেও তাদের রেখেই নিজের চার দলের নাম জানিয়েছেন আমলা। সাবেক প্রোটিয়া ব্যাটার ভারত, ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন নিজের পছন্দের শেষ চারে। তিনি বলেছেন,‘ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ওপর বাজি ধরব।’

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনবার ওয়ানডে বিশ্বকাপ খেলে একবারও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি আমলা। শুধু তিনিই নন, ডি ভিলিয়ার্স, ক্যালিস, গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিরাও সফল হতে পারেননি। সেরা দল হিসেবে টুর্নামেন্টে খেলতে নামলেও কোনোবারই চ্যাম্পিয়ন হওয়া হয়নি প্রোটিয়াদের। এবার সেই আক্ষেপ ফুরাক এমনটি চান ৪০ বছর বয়সী ব্যাটার। এ জন্য দলকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাথা শান্ত রেখে খেলার পরামর্শ দিয়েছেন আমলা। তিনি বলেছেন,‘সবচেয়ে জোরে আওয়াজ হয় মাথায়। তাই আপনার চিন্তাভাবনাগুলো কী, তা আপনাকে ট্র্যাক করতে হবে। প্রয়োজন অনুযায়ী নিজেকে সমর্পণ করতে হবে এবং সফল হওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত