আজ যত রেকর্ড বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ১৯: ১৩

সাকিব আল হাসানের ৯৩ ও তৌহিদ হৃদয়ের ৯২ রানের সুবাদে আজ সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে ৩৩৮ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে দলীয় ও ব্যক্তিগত বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসানরা। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩৩৮ রান বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ৮ উইকেটে ৩৩৩ রান, ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে। 

ওয়ানডে অভিষেকে ষষ্ঠ ব্যাটার হিসেবে নড়বড়ে নব্বইয়ে আউট হলেন তৌহিদ হৃদয়। প্রথম এমন যন্ত্রণায় পুড়েছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং, ১৯৯৪ সালে নেপিয়ারে ভারতের বিপক্ষে। 

বাংলাদেশের হয়ে তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে অভিষেকে ফিফটি পেলেন তৌহিদ হৃদয়। অভিষেকে সর্বোচ্চ রানে তিনি টপকে গেলেন নাসির হোসেনকে। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রান করেছিলেন নাসির। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৯২ রান করলেন হৃদয়। 

সাকিব আল হাসানের পর তৌহিদ হৃদয়—দুজনই ৯০ রান পেরোলেও সেঞ্চুরির দেখা পেলেন না। একাধিক ব্যাটসম্যান ৯০ পেরিয়েও সেঞ্চুরির দেখা পাননি, এক ম্যাচে বাংলাদেশের এমন ঘটনা এই প্রথম। 

বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডতে ৭ হাজার রান করলেন সাকিব আল হাসান। বর্তমানে তাঁর রান ২১৬ ইনিংসে ৭০৬৯ রান। সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক গড়লেন সাকিব আল হাসান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত