নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এভাবে হেসেখেলে বীরের বেশে বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার দৃশ্য তেমন একটা দেখা যায় না। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর গত রাতে নাজমুল হোসেন শান্তরা দেশে ফিরলে ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কর্মকর্তারা মিষ্টিমুখও করিয়েছেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের।
শান্ত-মিরাজদের সঙ্গে দেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এই শান্ত ও হাথুরুসিংহে জুটির পরিকল্পনার কাছেই তো পাকিস্তান নিজেদের মাঠে নাস্তানাবুদ হয়েছে। পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কৃতিত্ব শান্ত সতীর্থদের পাশাপাশি কোচদেরও দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক গত রাতে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্রিকেটাররা অনেক কষ্ট করেছেন। কোচিং স্টাফ যারা ছিলেন, তারা অনেক কষ্ট করেছেন। সঠিক পরিকল্পনা দিয়েছেন। সবাই দলের জন্য খেলার চেষ্টা করেছেন। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করেছেন।’
রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে পাকিস্তানকে ১০ ও ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্কোরকার্ড দেখে বাংলাদেশের জয় সহজ মনে হলেও চাপ তো ছিলই। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রানে ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। জ্বলজ্যান্ত উদাহরণ তো দ্বিতীয় টেস্ট। যেখানে পাকিস্তানের বোলিং তোপে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে সফরকারীরা ঘুরে দাঁড়ায় লিটন দাস-মিরাজের ১৬৫ রানের জুটিতে। শান্তও সেটা স্বীকার করেছেন, ‘প্রতিটা টেস্ট ম্যাচে সেশন বাই সেশন খেলতে হয়। একটা দুটো সেশন এদিক সেদিক গেছে।’
২০২৩ সালে যখন বিসিবির সঙ্গে হাথুরুর দুই বছরের চুক্তি হয়, সেটা তাঁর দ্বিতীয়বার বাংলাদেশে কোচ হিসেবে আসে। এর আগে হাথুরু ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে হাথুরু আসার পর যতই সমালোচনার শিকার হয়ে থাকুন না কেন, পরিসংখ্যান বলবে ভিন্ন কথা। বাংলাদেশের বড় ৯টি টেস্ট জয়ের ৬টিই এসেছে তাঁর অধীনে। টেস্টে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের হারানো; পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষেও জয় পাওয়া। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। হাথুরুর মুকুটে সবশেষ যুক্ত হলো পাকিস্তানের মাঠে এই দুই টেস্ট ম্যাচ জয়ও।
আরও পড়ুন:
এভাবে হেসেখেলে বীরের বেশে বাংলাদেশ ক্রিকেট দলের দেশে ফেরার দৃশ্য তেমন একটা দেখা যায় না। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পর গত রাতে নাজমুল হোসেন শান্তরা দেশে ফিরলে ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কর্মকর্তারা মিষ্টিমুখও করিয়েছেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের।
শান্ত-মিরাজদের সঙ্গে দেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এই শান্ত ও হাথুরুসিংহে জুটির পরিকল্পনার কাছেই তো পাকিস্তান নিজেদের মাঠে নাস্তানাবুদ হয়েছে। পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কৃতিত্ব শান্ত সতীর্থদের পাশাপাশি কোচদেরও দিয়েছেন। বাংলাদেশ অধিনায়ক গত রাতে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘ক্রিকেটাররা অনেক কষ্ট করেছেন। কোচিং স্টাফ যারা ছিলেন, তারা অনেক কষ্ট করেছেন। সঠিক পরিকল্পনা দিয়েছেন। সবাই দলের জন্য খেলার চেষ্টা করেছেন। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করেছেন।’
রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে পাকিস্তানকে ১০ ও ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্কোরকার্ড দেখে বাংলাদেশের জয় সহজ মনে হলেও চাপ তো ছিলই। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৬ রানে ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে। জ্বলজ্যান্ত উদাহরণ তো দ্বিতীয় টেস্ট। যেখানে পাকিস্তানের বোলিং তোপে বাংলাদেশ ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে সফরকারীরা ঘুরে দাঁড়ায় লিটন দাস-মিরাজের ১৬৫ রানের জুটিতে। শান্তও সেটা স্বীকার করেছেন, ‘প্রতিটা টেস্ট ম্যাচে সেশন বাই সেশন খেলতে হয়। একটা দুটো সেশন এদিক সেদিক গেছে।’
২০২৩ সালে যখন বিসিবির সঙ্গে হাথুরুর দুই বছরের চুক্তি হয়, সেটা তাঁর দ্বিতীয়বার বাংলাদেশে কোচ হিসেবে আসে। এর আগে হাথুরু ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদে হাথুরু আসার পর যতই সমালোচনার শিকার হয়ে থাকুন না কেন, পরিসংখ্যান বলবে ভিন্ন কথা। বাংলাদেশের বড় ৯টি টেস্ট জয়ের ৬টিই এসেছে তাঁর অধীনে। টেস্টে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের হারানো; পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষেও জয় পাওয়া। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়। হাথুরুর মুকুটে সবশেষ যুক্ত হলো পাকিস্তানের মাঠে এই দুই টেস্ট ম্যাচ জয়ও।
আরও পড়ুন:
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে