নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোস্তাফিজুর রহমানের করা শেষ বলটা মিচেল স্টার্কের স্টাম্প ছুঁয়ে পৌঁছে গেছে সীমানার বাইরে। থার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করা শরিফুল ইসলাম বুঝে উঠতে পারলেন না কি করবেন? বলটা কুড়িয়ে আনবেন, না দলের বিজয়োৎসবে যোগ দেবেন? উৎসবে যোগ দিতে গিয়েও ফিরে এসে বাঁহাতি পেসার বলটা কুড়িয়ে তুলে দিলেন আম্পায়ারের হাতে।
অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী ক্রিকেটার ও আম্পায়াররা ছাড়া বল ছুঁতে পারবেন না কেউ। বল গ্যালারিতে গেলে তো ফিরিয়েও আনা যাবে না। মাঠকর্মীদের বল ছোঁয়া নিষিদ্ধের সেই শর্ত মনে করেই কিনা উৎসব ঠেলে শরিফুল বলটা কুড়িয়ে আনলেন!
ম্যাচ শেষে ম্যাথু ওয়েডরা হাত মেলাবেন না আগেই জানা ছিল। সাকিব–মাহমুদউল্লাহরা তাই অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান মিচেল স্টার্ক আর হ্যাজলউডদের কাছাকাছিও গেলেন না। হাত না মেলালেও অবশ্য বাংলাদেশ দল পেল অস্ট্রেলিয়া দলের শুভেচ্ছাবার্তা। মাঠ থেকে বাংলাদেশ দল তখন উৎসব করতে করতে ফিরছিলেন সাজঘরের দিকে। তখন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ দলের সাজঘরের কাছাকাছি এসে বেশ কিছুক্ষণ ধরে দিলেন হাততালি।
এই সিরিজের আগের চার সাক্ষাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। আজ পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম প্রথম ম্যাচেই সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ উড়িয়ে দিল ২৩ রান। মাত্র ১৩১ রান করেও পাওয়া এই ঐতিহাসিক জয়—নিশ্চয় আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে মাহমুদউল্লাহর দলকেই অনেকটাই এগিয়ে রাখবে।
মোস্তাফিজুর রহমানের করা শেষ বলটা মিচেল স্টার্কের স্টাম্প ছুঁয়ে পৌঁছে গেছে সীমানার বাইরে। থার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করা শরিফুল ইসলাম বুঝে উঠতে পারলেন না কি করবেন? বলটা কুড়িয়ে আনবেন, না দলের বিজয়োৎসবে যোগ দেবেন? উৎসবে যোগ দিতে গিয়েও ফিরে এসে বাঁহাতি পেসার বলটা কুড়িয়ে তুলে দিলেন আম্পায়ারের হাতে।
অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী ক্রিকেটার ও আম্পায়াররা ছাড়া বল ছুঁতে পারবেন না কেউ। বল গ্যালারিতে গেলে তো ফিরিয়েও আনা যাবে না। মাঠকর্মীদের বল ছোঁয়া নিষিদ্ধের সেই শর্ত মনে করেই কিনা উৎসব ঠেলে শরিফুল বলটা কুড়িয়ে আনলেন!
ম্যাচ শেষে ম্যাথু ওয়েডরা হাত মেলাবেন না আগেই জানা ছিল। সাকিব–মাহমুদউল্লাহরা তাই অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান মিচেল স্টার্ক আর হ্যাজলউডদের কাছাকাছিও গেলেন না। হাত না মেলালেও অবশ্য বাংলাদেশ দল পেল অস্ট্রেলিয়া দলের শুভেচ্ছাবার্তা। মাঠ থেকে বাংলাদেশ দল তখন উৎসব করতে করতে ফিরছিলেন সাজঘরের দিকে। তখন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের নেতৃত্বে অস্ট্রেলিয়া দল বাংলাদেশ দলের সাজঘরের কাছাকাছি এসে বেশ কিছুক্ষণ ধরে দিলেন হাততালি।
এই সিরিজের আগের চার সাক্ষাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। আজ পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম প্রথম ম্যাচেই সেই অস্ট্রেলিয়াকে বাংলাদেশ উড়িয়ে দিল ২৩ রান। মাত্র ১৩১ রান করেও পাওয়া এই ঐতিহাসিক জয়—নিশ্চয় আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে নামার আগে মাহমুদউল্লাহর দলকেই অনেকটাই এগিয়ে রাখবে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৯ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১০ ঘণ্টা আগে