নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই উপভোগের নানা উপাদানে ভরপুর। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে (বিজিটি) দেখুন, সিরিজের প্রতিটি টেস্টেই নতুন নতুন ঘটনার সমাহার। সবশেষ মেলবোর্ন টেস্টে যোগ হয়েছে বাংলাদেশের নামও! সেটি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সৌজন্যে।
প্যাট কামিন্সের শর্ট বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ধরা যশস্বী জয়সওয়ালের ক্যাচ নিয়ে গত দুই দিনে কী বিতর্কই না হলো! মাঠের আম্পায়ার নট আউট দিয়েছিলেন। কামিন্স দ্রুত রিভিউ নিলে টিভি আম্পায়ার সৈকত জয়সওয়ালকে ‘আউট’ ঘোষণা করেন। আর এতেই চটেছেন বেশির ভাগ ভারতীয়। দল হেরেছে, সেটির যত ক্ষোভ যেন সৈকতের ওপরই তাঁরা ঝাড়ছেন! সামাজিক মাধ্যমে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা পর্যন্ত লিখেছেন, ‘প্রযুক্তি কী বলছে, তৃতীয় আম্পায়ারের সেদিকটা খেয়াল রাখা উচিত ছিল।’ সৈকতকে নিয়ে মজা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে।’
ভারতীয়দের বাদ দিলে সৈকতের সিদ্ধান্ত নিয়ে বরং প্রশংসাই হচ্ছে বেশি। কাল যখন সকালে সৈকতের সঙ্গে ফোনে কথা হলো, জানালেন, আপাতত ফোন আর সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করছেন। তিনি নাকি আউট ঘোষণার সময়েই বুঝে গিয়েছিলেন আলোচনার ঢেউ উঠবে নিশ্চিত! তবে তিনি তৃপ্ত, সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।
সৈকতের সিদ্ধান্তে যে স্নিকোমিটার-বিতর্ক উঠেছে, এটির কারণ খুঁজতে গিয়ে জানা গেলে, এই সিরিজে আরটিএস বা রিয়েল টাইম স্নিকো প্রযুক্তি ঠিকঠাক কাজই করছে না! ক্যামেরার ফ্রেমিং, স্নিকোর আওয়াজ বোঝার প্রযুক্তিগত জটিলতাও আছে। ফলে সাদা চোখে সৈকতকে নিজের অভিজ্ঞতা, সুদীর্ঘ আম্পায়ারিং জীবনের সঞ্চিত জ্ঞান, প্রশিক্ষণ মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। বল যেহেতু যথেষ্ট গতিপথ পাল্টেছে, সেটি ভারতীয় ব্যাটারের গ্লাভসে না লাগলে সম্ভব নয়—এই যুক্তিটাই এখানে প্রবল।
মেলবোর্ন টেস্টে ছিলেন টিভি আম্পায়ার, শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে সৈকত দায়িত্ব পালন করবেন ফিল্ড আম্পায়ার হিসেবে। সৈকত সেটি নিয়ে ভাবছেন না। তাঁর ভাবনায় বরং এর পরের সিরিজ নিয়ে। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাদা বলের সিরিজে আম্পায়ারিং করতে ভারতে যাবেন সৈকত। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয়রা বাংলাদেশি আম্পায়ারকে কীভাবে স্বাগত জানাবে, সেটিই দেখার!
ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই উপভোগের নানা উপাদানে ভরপুর। চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে (বিজিটি) দেখুন, সিরিজের প্রতিটি টেস্টেই নতুন নতুন ঘটনার সমাহার। সবশেষ মেলবোর্ন টেস্টে যোগ হয়েছে বাংলাদেশের নামও! সেটি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সৌজন্যে।
প্যাট কামিন্সের শর্ট বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ধরা যশস্বী জয়সওয়ালের ক্যাচ নিয়ে গত দুই দিনে কী বিতর্কই না হলো! মাঠের আম্পায়ার নট আউট দিয়েছিলেন। কামিন্স দ্রুত রিভিউ নিলে টিভি আম্পায়ার সৈকত জয়সওয়ালকে ‘আউট’ ঘোষণা করেন। আর এতেই চটেছেন বেশির ভাগ ভারতীয়। দল হেরেছে, সেটির যত ক্ষোভ যেন সৈকতের ওপরই তাঁরা ঝাড়ছেন! সামাজিক মাধ্যমে বিসিসিআই সভাপতি রাজীব শুক্লা পর্যন্ত লিখেছেন, ‘প্রযুক্তি কী বলছে, তৃতীয় আম্পায়ারের সেদিকটা খেয়াল রাখা উচিত ছিল।’ সৈকতকে নিয়ে মজা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে।’
ভারতীয়দের বাদ দিলে সৈকতের সিদ্ধান্ত নিয়ে বরং প্রশংসাই হচ্ছে বেশি। কাল যখন সকালে সৈকতের সঙ্গে ফোনে কথা হলো, জানালেন, আপাতত ফোন আর সামাজিক মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করছেন। তিনি নাকি আউট ঘোষণার সময়েই বুঝে গিয়েছিলেন আলোচনার ঢেউ উঠবে নিশ্চিত! তবে তিনি তৃপ্ত, সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।
সৈকতের সিদ্ধান্তে যে স্নিকোমিটার-বিতর্ক উঠেছে, এটির কারণ খুঁজতে গিয়ে জানা গেলে, এই সিরিজে আরটিএস বা রিয়েল টাইম স্নিকো প্রযুক্তি ঠিকঠাক কাজই করছে না! ক্যামেরার ফ্রেমিং, স্নিকোর আওয়াজ বোঝার প্রযুক্তিগত জটিলতাও আছে। ফলে সাদা চোখে সৈকতকে নিজের অভিজ্ঞতা, সুদীর্ঘ আম্পায়ারিং জীবনের সঞ্চিত জ্ঞান, প্রশিক্ষণ মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। বল যেহেতু যথেষ্ট গতিপথ পাল্টেছে, সেটি ভারতীয় ব্যাটারের গ্লাভসে না লাগলে সম্ভব নয়—এই যুক্তিটাই এখানে প্রবল।
মেলবোর্ন টেস্টে ছিলেন টিভি আম্পায়ার, শুক্রবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার সিডনি টেস্টে সৈকত দায়িত্ব পালন করবেন ফিল্ড আম্পায়ার হিসেবে। সৈকত সেটি নিয়ে ভাবছেন না। তাঁর ভাবনায় বরং এর পরের সিরিজ নিয়ে। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সাদা বলের সিরিজে আম্পায়ারিং করতে ভারতে যাবেন সৈকত। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয়রা বাংলাদেশি আম্পায়ারকে কীভাবে স্বাগত জানাবে, সেটিই দেখার!
গত বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট সংস্করণ থেকে অবসরের ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। সে ইচ্ছে অবশ্য পূরণ হয়নি তাঁর মাঠের বাইরের বিভিন্ন ইস্যুর কারণে। সরকারের পক্ষে থেকে পাননি দেশে ফেরার সবুজসংকেত। সবশেষ ভারত সফরে খেলেছিলেন এই অলরাউন্ডার। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজকের দিনটা যেন বসুন্ধরা কিংসের জন্যই সেজেছে! এ দিন নিজেদের হারানো পথটাই খুঁজে পেল বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ড্র করায় ঢাকা আবাহনী হারিয়ে বসল পয়েন্ট।
১৩ ঘণ্টা আগেভারতীয় সংবাদমাধ্যমে আগের দিনই জানিয়ে দিয়েছিল, সিডনি টেস্টে খেলছেন না রোহিত শর্মা। স্বেচ্ছায় সিডনি টেস্টের একাদশ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তাঁকে ছাড়াই সিডনি টেস্ট খেলছে ভারত। রাখা হয়নি টিম শিটের ১৬ জনের তালিকায়ও। সব মিলিয়ে ভারতীয় অধিনায়কের টেস্ট ক্যারিয়ারে দাঁড়ি পড়ে গেল কি না
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২ বছর পর সেঞ্চুরি পেয়েছেন উসমান খান। মিরপুরে আজ পাকিস্তানি এই ক্রিকেটার চিটাগং কিংসের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন। উসমানের সেঞ্চুরির পর আলিস আল ইসলাম, আরাফাত সানিরা দেখিয়েছেন তাঁদের ভেলকি। দুর্বার রাজশাহী উড়ে গেল খড়কুটোর মতো।
১৫ ঘণ্টা আগে