ক্রীড়া ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। সিলেটে আজ দ্বিতীয় ওয়ানডেতে একগাদা রেকর্ড গড়েছে বাংলাদেশ।
সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৩৪৯ করেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে শনিবার সিলেটে আইরিশদের বিপক্ষে ৮ উইকেটে ৩৩০ করেছিল বাংলাদেশ।
৬০ বলে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড এখন মুশফিকের। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন তামিম ইকবাল। আর ওয়ানডেতে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৭০০০ রান করেছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে ২০০০ রান করে ওয়ানডেতে বাংলাদেশের সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় এসেছেন লিটন দাস।
ওয়ানডেতে বাংলাদেশের পাঁচ সর্বোচ্চ স্কোর:
৩৪৯ /৬; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সিলেট; ২০২৩
৩৩৮ /৮; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সিলেট; ২০২৩
৩৩৩ /৮; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: ট্রেন্ট ব্রিজ; ২০১৯
৩৩০ /৬; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা ভেন্যু: দ্য ওভাল; ২০১৯
৩২৯ /৬; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মিরপুর; ২০১৫
ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি:
৬০ বল: মুশফিকুর রহিম; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সিলেট; ২০২৩
৬৩ বল: সাকিব আল হাসান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: বুলাওয়ে; ২০০৯
৬৮ বল: সাকিব আল হাসান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: মিরপুর; ২০০৯
৬৯ বল: মুশফিকুর রহিম; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মিরপুর; ২০১৫
৮১ বল: সৌম্য সরকার; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: চট্টগ্রাম; ২০১৮
ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ পাঁচ রানসংগ্রাহক:
তামিম ইকবাল: ৮১৬৯
সাকিব আল হাসান: ৭০৮৬
মুশফিকুর রহিম: ৭০৪৫
মাহমুদুল্লাহ রিয়াদ: ৪৯৫০
মোহাম্মদ আশরাফুল: ৩৪৬৮
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। সিলেটে আজ দ্বিতীয় ওয়ানডেতে একগাদা রেকর্ড গড়েছে বাংলাদেশ।
সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৩৪৯ করেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগে শনিবার সিলেটে আইরিশদের বিপক্ষে ৮ উইকেটে ৩৩০ করেছিল বাংলাদেশ।
৬০ বলে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড এখন মুশফিকের। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করেছেন তামিম ইকবাল। আর ওয়ানডেতে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৭০০০ রান করেছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে ২০০০ রান করে ওয়ানডেতে বাংলাদেশের সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় এসেছেন লিটন দাস।
ওয়ানডেতে বাংলাদেশের পাঁচ সর্বোচ্চ স্কোর:
৩৪৯ /৬; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সিলেট; ২০২৩
৩৩৮ /৮; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সিলেট; ২০২৩
৩৩৩ /৮; প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া; ভেন্যু: ট্রেন্ট ব্রিজ; ২০১৯
৩৩০ /৬; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা ভেন্যু: দ্য ওভাল; ২০১৯
৩২৯ /৬; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মিরপুর; ২০১৫
ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি:
৬০ বল: মুশফিকুর রহিম; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সিলেট; ২০২৩
৬৩ বল: সাকিব আল হাসান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: বুলাওয়ে; ২০০৯
৬৮ বল: সাকিব আল হাসান; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: মিরপুর; ২০০৯
৬৯ বল: মুশফিকুর রহিম; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: মিরপুর; ২০১৫
৮১ বল: সৌম্য সরকার; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ভেন্যু: চট্টগ্রাম; ২০১৮
ওয়ানডেতে বাংলাদেশের শীর্ষ পাঁচ রানসংগ্রাহক:
তামিম ইকবাল: ৮১৬৯
সাকিব আল হাসান: ৭০৮৬
মুশফিকুর রহিম: ৭০৪৫
মাহমুদুল্লাহ রিয়াদ: ৪৯৫০
মোহাম্মদ আশরাফুল: ৩৪৬৮
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে