ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষটা বাংলাদেশ করেছে মনে রাখার মতো। ক্যারিবীয়দের প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছে এবারই। উইন্ডিজ বোলারদের বেধড়ক পিটিয়েছেন জাকের আলী অনিক। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
সেন্ট ভিনসেন্টে ২০ ডিসেম্বর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাকের। ৩ চার ও ৬ ছক্কা মেরেছেন তিনি। বিধ্বংসী সেই ইনিংসের এক সপ্তাহ যেতে না যেতেই আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮৫ ধাপ এগিয়ে এখন ৮৭ নম্বরে অবস্থান করছেন জাকের। তাঁর রেটিং পয়েন্ট ৩৯১। সমান ৩৯১ রেটিং নিয়ে জাকেরের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ব্যাটারদের চেয়ে বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ উজ্জ্বল। আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে তাই বাংলাদেশের বোলারদের উন্নতি চোখে পড়ার মতো। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। তাঁর রেটিং ৬৩৬। উইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ৪.১৮ ইকোনমিতে সিরিজ সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাটিংয়ে ৩৭ রান করায় জিতেছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদীর পরেই আছেন তাসকিন আহমেদ। সাত ধাপ এগিয়ে তাসকিন এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১১ নম্বর বোলার। তাঁর রেটিং ৬৩০। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৬.৬২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। মেহেদী-রিশাদের পাশাপাশি বাংলাদেশের অন্য বোলাররাও বড় লাফ দিয়েছেন র্যাঙ্কিংয়ে। ৬২১ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে রিশাদ হোসেন এখন অবস্থান করছেন ১৭ নম্বরে। বাংলাদেশের লেগ স্পিনার এগিয়েছেন ২১ ধাপ। ২৩ ধাপ এগিয়ে হাসান এখন অবস্থান করছেন ২৪ নম্বরে। তাঁর রেটিং ৫৯৭। উইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬ ও ৪ উইকেট নিয়েছেন রিশাদ ও হাসান।
৮৫৫ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অবস্থান করছেন ট্রাভিস হেড। এই সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৩ পর্যন্ত অবস্থানের কোনো নড়চড় হয়নি। ৭০৭ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আকিল হোসেন। ২৪৪ রেটিং নিয়ে হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছেন।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন হেনরিখ ক্লাসেন। তাঁর রেটিং ৭৪৩। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ২৬৪ রান করেছেন তিনি। যদিও তাঁর দল দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। পাকিস্তানের বাবর আজম ৭৯৫ রেটিং নিয়ে আগের মতোই ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। দুই, তিন ও চারে থাকা রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলির রেটিং ৭৬৫, ৭৬৩ ও ৭৪৩।
ব্যাটার, বোলার, অলরাউন্ডার-টেস্টে—এই তিন ক্যাটেগরিতে শীর্ষস্থানগুলোতে তেমন কোনো পরিবর্তন নেই। ৮৯৫ রেটিং নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। ৯০৪ রেটিং নিয়ে তিনিও তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। তিন ম্যাচে ২১ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী বুমরা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষটা বাংলাদেশ করেছে মনে রাখার মতো। ক্যারিবীয়দের প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ করেছে এবারই। উইন্ডিজ বোলারদের বেধড়ক পিটিয়েছেন জাকের আলী অনিক। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।
সেন্ট ভিনসেন্টে ২০ ডিসেম্বর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জাকের। ৩ চার ও ৬ ছক্কা মেরেছেন তিনি। বিধ্বংসী সেই ইনিংসের এক সপ্তাহ যেতে না যেতেই আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮৫ ধাপ এগিয়ে এখন ৮৭ নম্বরে অবস্থান করছেন জাকের। তাঁর রেটিং পয়েন্ট ৩৯১। সমান ৩৯১ রেটিং নিয়ে জাকেরের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ব্যাটারদের চেয়ে বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ উজ্জ্বল। আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে তাই বাংলাদেশের বোলারদের উন্নতি চোখে পড়ার মতো। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন শেখ মেহেদী হাসান। তাঁর রেটিং ৬৩৬। উইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ৪.১৮ ইকোনমিতে সিরিজ সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাটিংয়ে ৩৭ রান করায় জিতেছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদীর পরেই আছেন তাসকিন আহমেদ। সাত ধাপ এগিয়ে তাসকিন এখন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১১ নম্বর বোলার। তাঁর রেটিং ৬৩০। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ৬.৬২ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। মেহেদী-রিশাদের পাশাপাশি বাংলাদেশের অন্য বোলাররাও বড় লাফ দিয়েছেন র্যাঙ্কিংয়ে। ৬২১ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে রিশাদ হোসেন এখন অবস্থান করছেন ১৭ নম্বরে। বাংলাদেশের লেগ স্পিনার এগিয়েছেন ২১ ধাপ। ২৩ ধাপ এগিয়ে হাসান এখন অবস্থান করছেন ২৪ নম্বরে। তাঁর রেটিং ৫৯৭। উইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ৬ ও ৪ উইকেট নিয়েছেন রিশাদ ও হাসান।
৮৫৫ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অবস্থান করছেন ট্রাভিস হেড। এই সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৩ পর্যন্ত অবস্থানের কোনো নড়চড় হয়নি। ৭০৭ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আকিল হোসেন। ২৪৪ রেটিং নিয়ে হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছেন।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন হেনরিখ ক্লাসেন। তাঁর রেটিং ৭৪৩। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ২৬৪ রান করেছেন তিনি। যদিও তাঁর দল দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। পাকিস্তানের বাবর আজম ৭৯৫ রেটিং নিয়ে আগের মতোই ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। দুই, তিন ও চারে থাকা রোহিত শর্মা, শুবমান গিল ও বিরাট কোহলির রেটিং ৭৬৫, ৭৬৩ ও ৭৪৩।
ব্যাটার, বোলার, অলরাউন্ডার-টেস্টে—এই তিন ক্যাটেগরিতে শীর্ষস্থানগুলোতে তেমন কোনো পরিবর্তন নেই। ৮৯৫ রেটিং নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। ৯০৪ রেটিং নিয়ে তিনিও তাঁর শীর্ষস্থান ধরে রেখেছেন। তিন ম্যাচে ২১ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী বুমরা। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা।
১২ নম্বরে ব্যাটিং করার সুযোগ সবসময় আসে না। কারণ, ক্রিকেট তো ১১ জনের খেলা। কিন্তু কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই সুযোগ আসে পাকিস্তানের
৫ ঘণ্টা আগেহ্যামস্ট্রিং চোটের কারণে কাই হাভার্টজের মৌসুম শেষ হয়েছে আগেই। গাব্রিয়েল মার্তিনেল্লিকেও ছিটকে যেতে হয়েছিল এক মাসের জন্য। ১০১ দিন বাইরে থাকার গতকাল ফুলহ্যামের বিপক্ষে মাঠে ফেরেন বুকায়ো সাকা। কিন্তু সেই ম্যাচেই আরও এক ধাক্কা খেল আর্সেনাল। এবার ছিটকে গেলেন রক্ষণের অন্যতম ভরসা গাব্রিয়েল মাগালায়েস। চোটের
৬ ঘণ্টা আগেদারুণ ছন্দে আছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডাফি।
১০ ঘণ্টা আগেক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম মেজর শিরোপা পায় মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সেই শিরোপা জয়ের পর সামাজিক মাধ্যম, গণমাধ্যম—সব জায়গাতেই বাংলাদেশের নারী ক্রিকেটারদের বন্দনা করা হয়। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেছে দলটি।
১১ ঘণ্টা আগে