ভারতের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন হাথুরু

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৩০
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২০: ২০

পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করতে যাচ্ছেন তাঁরা। চন্ডিকা হাথুরুসিংহেও আশাবাদী ভারতে তাঁর শিষ্যরা ভালো কিছু করে দেখাতে পারবে। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন, প্রত্যাশার চাপ থাকলেও সেটি দলের জন্য ভালো। ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি। 

গত পরশু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানেই প্রস্তুতি নিচ্ছেন শান্তরা। আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানেই বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। ভারতে আসা এবং তাদের বিপক্ষে খেলা এখনকার দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্চ। সেরা দলের বিপক্ষে খেললে আপনি বুঝতে পারবেন, ক্রীড়াবিদ হিসেবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আমরা সবসময় সেদিকে তাকাই।’ 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, সেটিও তাদের মাঠে। সঙ্গে ধবলধোলাই—এমন ইতিহাস গড়ার পর সেটি ভারতে বাংলাদেশ দলের ওপর চাপ তৈরি করবে কিনা জানতে চাওয়া হয়েছিল হাথুরু থেকে। এ নিয়ে বাংলাদেশ কোচের কথা, ‘এটা (পাকিস্তানের বিপক্ষে জয়) নিঃসন্দেহে আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে এই সিরিজে। ফলাফলকে এক পাশে রেখে, যেভাবে ওই সিরিজে আমরা খেলেছি, পরিস্থিতি সামলেছি, পিছিয়ে পড়ার পরও ফিরে আসা এবং যারা এতে অবদান রেখেছে—এ সব কিছু এই সিরিজে আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। চাপে (ভারতের বিপক্ষে) থাকাটাই সুবিধাজনক। আমরা বুঝতে পারছি কোথায় দাঁড়িয়ে আমরা এবং শক্তি ও সীমাবদ্ধতা।’ 

বাংলাদেশ ভারত সফরে গিয়েছে ৮ ব্যাটার, ৬ বোলার ও ২ অলরাউন্ডার নিয়ে। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন এটিই বাংলাদেশ ইতিহাসের সেরা টেস্ট দল। হাথুরুও মনে করেন, এটিই বাংলাদেশের ভারসাম্যপূর্ণ দল। তিনি বলেছেন, ‘সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি সুগঠিত দল।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত