Ajker Patrika

নিষ্প্রভ ইংল্যান্ডের সামনে ধুঁকছে অপরাজেয় ভারত 

ক্রীড়া ডেস্ক
নিষ্প্রভ ইংল্যান্ডের সামনে ধুঁকছে অপরাজেয় ভারত 

এবারের বিশ্বকাপে একমাত্র ভারত ছাড়া সব দলই জয়-পরাজয় দুটোরই স্বাদ পেয়েছে। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থা বেশ ভয়াবহ। পয়েন্ট তালিকার দশ নম্বরে রয়েছে। নিষ্প্রভ ইংল্যান্ডের বিপক্ষে আজ লক্ষ্ণৌর শ্রী অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে বিপাকে পড়েছে ভারত। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ইনিংসের প্রথম ওভার করতে আসা ডেভিড উইলি মেডেন দিয়েছেন। সেই ওভার ব্যাটিং করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর ক্রিস ওকসের করা ওভার থেকে চার মেরে রানের খাতা খোলেন শুভমান গিল। সবচেয়ে বেশি ঝড় বয়ে গিয়েছিল ইনিংসের তৃতীয় ওভারে উইলির ওপর দিয়ে। সেই ওভার থেকে ভারত নিয়েছে ১৮ রান। যার মধ্যে রোহিত দুটি ছক্কা ও চার মেরেছেন। ভারতের স্কোর দাঁড়ায় ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান। 

দুর্দান্ত শুরু করা ভারত হয়তো তখনো বুঝতে পারেনি তাদের ওপর কী বিপদ আসতে চলেছে। চতুর্থ ওভারের শেষ বলে গিলকে অসাধারণ ডেলিভারিতে বোল্ড করেন ওকস। তাতে ভারতের স্কোর দাঁড়ায় ৪ ওভারে ১ উইকেটে ২৬ রান। এরপর ব্যাটিংয়ে এসেও বিরাট কোহলি খুব সংগ্রাম করেছেন। বাউন্ডারি মারার চেষ্টা করলেও ইংলিশ ফিল্ডাররা তা ব্যর্থ করে দিয়েছেন। খুব দ্রুতই তিনি ড্রেসিংরুমে ফিরে গেছেন। সপ্তম ওভারের পঞ্চম বলে উইলিকে তুলে মারতে যান কোহলি। মিড অফে সহজ ক্যাচ তালুবন্দী করেছেন বেন স্টোকস। দারুণ ছন্দে থাকা কোহলি ৯ বল খেললেও রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছেন। 

গিল, কোহলির দ্রুত বিদায়ে ভারতের স্কোর হয়ে যায় ৬.৫ ওভারে ২ উইকেটে ২৭ রান। এরপর ব্যাটিংয়ে আসেন শ্রেয়াস আয়ার। ইংল্যান্ডের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে রোহিত-আয়ার দুজনেই সংগ্রাম করতে থাকেন। প্রথম ১০ ওভার শেষে ভারত করতে পেরেছে ২ উইকেটে ৩৫ রান। প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই আয়ারের উইকেটও হারিয়েছে ভারত। ১২ তম ওভারের পঞ্চম বলে ওকসকে তুলে মারতে গিয়ে মিড অনে মার্ক উডের তালুবন্দী হন আয়ার। ১৬ বলে ৪ রান করেছেন ভারতীয় এই ব্যাটার। ৪০ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন লোকেশ রাহুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭০ রান। রোহিত ৪৩ রানে আর রাহুল ব্যাটিং করছেন ১৪ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত