নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছেন না মুশফিকুর রহিম। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের পাঁচ ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটারের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৯ রান। এর মধ্যে আবার দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানেই। মুশফিকের আউট হওয়ার ধরনগুলোও চোখে লেগেছে। মিডল অর্ডারের বড় এই ভরসাকে বলতে গেলে ধুঁকতে দেখা গেছে পুরো নিউজিল্যান্ড সিরিজেই।
বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পেতে তাই ছুটি–অবসর বাদ দিয়ে মাঠে নেমে পড়েছেন মুশফিক। বাড়তি চেষ্টা হিসেবে ম্যাচ অনুশীলন করার জন্য কদিন পরে যাবেন চট্টগ্রামেও। সেখানে ‘এ’ দলের হয়ে এইচপির বিপক্ষে খেলবেন দুটি ম্যাচ। তবে তার আগে ব্যাটিংয়ে আসলে গলদটা কোথায় হচ্ছে, সেটি খুঁজে বের করতে মুশফিক গেলেন কৈশোরের গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজ উইকেটে এই প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশ্লেষকের শরণ নিতে দেখা গেছে মুশফিককে। বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে কাজ করছেন নাজমুল আবেদীন।
গুরুর সঙ্গে ফেসবুকে একটি ছবি দিয়েছেন মুশফিক। ছবির ওপরে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি যে জায়গাটা সব সময় নিজের কাছে ধারণ করি, সেখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে। বিকেএসপি আমার বাড়ি।’
ছবিতে দেখা গেছে, নাজমুল আবেদীন ব্যাটিংয়ের টেকনিক নিয়ে মুশফিককে হাতে-কলমে দেখাচ্ছেন। পাশে দাঁড়িয়ে বাধ্য ছাত্রের মতো সব বুঝে নিচ্ছিলেন মুশফিকও।
বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছেন না মুশফিকুর রহিম। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের পাঁচ ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটারের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৯ রান। এর মধ্যে আবার দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানেই। মুশফিকের আউট হওয়ার ধরনগুলোও চোখে লেগেছে। মিডল অর্ডারের বড় এই ভরসাকে বলতে গেলে ধুঁকতে দেখা গেছে পুরো নিউজিল্যান্ড সিরিজেই।
বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পেতে তাই ছুটি–অবসর বাদ দিয়ে মাঠে নেমে পড়েছেন মুশফিক। বাড়তি চেষ্টা হিসেবে ম্যাচ অনুশীলন করার জন্য কদিন পরে যাবেন চট্টগ্রামেও। সেখানে ‘এ’ দলের হয়ে এইচপির বিপক্ষে খেলবেন দুটি ম্যাচ। তবে তার আগে ব্যাটিংয়ে আসলে গলদটা কোথায় হচ্ছে, সেটি খুঁজে বের করতে মুশফিক গেলেন কৈশোরের গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজ উইকেটে এই প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশ্লেষকের শরণ নিতে দেখা গেছে মুশফিককে। বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে কাজ করছেন নাজমুল আবেদীন।
গুরুর সঙ্গে ফেসবুকে একটি ছবি দিয়েছেন মুশফিক। ছবির ওপরে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি যে জায়গাটা সব সময় নিজের কাছে ধারণ করি, সেখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে। বিকেএসপি আমার বাড়ি।’
ছবিতে দেখা গেছে, নাজমুল আবেদীন ব্যাটিংয়ের টেকনিক নিয়ে মুশফিককে হাতে-কলমে দেখাচ্ছেন। পাশে দাঁড়িয়ে বাধ্য ছাত্রের মতো সব বুঝে নিচ্ছিলেন মুশফিকও।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৯ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১০ ঘণ্টা আগে