Ajker Patrika

আহমেদাবাদে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৫ মে ২০২৩, ১৪: ২৫
আহমেদাবাদে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ, ভেন্যু ঠিক হয়ে গেলেও চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের সূচি। তবে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যুর কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে পারে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিপুল পরিমাণ দর্শকের কথা চিন্তা করে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আহমেদাবাদের এই স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তাছাড়া নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান তাদের বেশির ভাগ ম্যাচ খেলতে পারে চেন্নাই ও বেঙ্গালুরুতে। কলকাতার ইডেন গার্ডেন্সও পাকিস্তানের ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনসে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান, যা ছিল ভারতের মাঠে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সর্বশেষ ম্যাচ।

এ বছরের মার্চে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দিনক্ষণ ও ভেন্যুর কথা জানিয়েছিল ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকেটের জনপ্রিয় এই ওয়েবসাইটের মতে, ১৩তম ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে পারে ৫ অক্টোবর। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল।

২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে হবে ৪৮ ম্যাচ। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও এই তালিকায় আছে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই। তার মধ্যে সাত ভেন্যুতে হতে পারে ভারতের লিগ পর্যায়ের ম্যাচ। আহমেদাবাদে দুটো ম্যাচ হতে পারে। আর দূরত্বের কথা চিন্তা করে কলকাতা ও গুয়াহাটিতে হতে পারে বাংলাদেশের বেশির ভাগ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত