নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের পাহাড়সম রান টপকে ইতিমধ্যে ৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ দল। তৃতীয় সেশনের খেলা চলছে, সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৫৩৫ রান। দলকে দারুণ লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম।
মুশফিকের সেঞ্চুরির সৌজন্য দল ভালো অবস্থায়। কিন্তু সেঞ্চুরির পরও যেন আক্ষেপ থেকে গেল এই উইকেটরক্ষক-ব্যাটারের। পাকিস্তানের বিপক্ষে হাঁটছিলেন চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরির দিকে। ইনিংসের ১৫৭তম ওভারে মোহাম্মদ আলীর দারুণ এক বল বুঝে উঠতে পারেননি মুশফিক। স্কয়ার কাট করতে গিয়ে ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। কয়েক সেকেন্ডের জন্য স্থির দাঁড়িয়ে রইলেন, বুঝতে বাকি রইল না—এভাবে হাতাশ হতে চাননি ৩৭ বছর বয়সী ব্যাটার।
১৯১ রানে থামলেন মুশফিক। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন ড্রেসিংরুমে। ৩৪১ বলের ইনিংসে মেরেছেন ২২টি চার ও একটি ছক্কা। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা ইনিংস এটি। ২০১৫ সালে সাকিব আল হাসান খেলেছিলেন ২০৬ রানের ইনিংস।
মুশফিক আউট হলে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভাঙে ১৯৬ রানের জুটি। তাঁকে সঙ্গে দিয়ে মিরাজও তুলে নিয়েছেন সপ্তম টেস্ট ফিফটি। অপরাজিত আছেন ১৭০ বলে ৭১ রানে। আউট হয়েছেন হাসান মাহমুদও (০)। ব্যাটিংয়ে নেমেছেন শরীফুল ইসলাম।
মোহাম্মদের আঘাতে শুধু মুশফিককেই আক্ষেপে পোড়েননি, গতকাল সেঞ্চুরির বঞ্চিত করেছেন ওপেনার সাদমান ইসলামকেও। অসাধারণ এক বলে ৯৩ রানে বোল্ড করেছিলেন এই বাঁহাতি ব্যাটারকে।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের পাহাড়সম রান টপকে ইতিমধ্যে ৮৭ রানের লিড নিয়েছে বাংলাদেশ দল। তৃতীয় সেশনের খেলা চলছে, সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৫৩৫ রান। দলকে দারুণ লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম।
মুশফিকের সেঞ্চুরির সৌজন্য দল ভালো অবস্থায়। কিন্তু সেঞ্চুরির পরও যেন আক্ষেপ থেকে গেল এই উইকেটরক্ষক-ব্যাটারের। পাকিস্তানের বিপক্ষে হাঁটছিলেন চতুর্থ টেস্ট ডাবল সেঞ্চুরির দিকে। ইনিংসের ১৫৭তম ওভারে মোহাম্মদ আলীর দারুণ এক বল বুঝে উঠতে পারেননি মুশফিক। স্কয়ার কাট করতে গিয়ে ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। কয়েক সেকেন্ডের জন্য স্থির দাঁড়িয়ে রইলেন, বুঝতে বাকি রইল না—এভাবে হাতাশ হতে চাননি ৩৭ বছর বয়সী ব্যাটার।
১৯১ রানে থামলেন মুশফিক। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন ড্রেসিংরুমে। ৩৪১ বলের ইনিংসে মেরেছেন ২২টি চার ও একটি ছক্কা। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সেরা ইনিংস এটি। ২০১৫ সালে সাকিব আল হাসান খেলেছিলেন ২০৬ রানের ইনিংস।
মুশফিক আউট হলে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ভাঙে ১৯৬ রানের জুটি। তাঁকে সঙ্গে দিয়ে মিরাজও তুলে নিয়েছেন সপ্তম টেস্ট ফিফটি। অপরাজিত আছেন ১৭০ বলে ৭১ রানে। আউট হয়েছেন হাসান মাহমুদও (০)। ব্যাটিংয়ে নেমেছেন শরীফুল ইসলাম।
মোহাম্মদের আঘাতে শুধু মুশফিককেই আক্ষেপে পোড়েননি, গতকাল সেঞ্চুরির বঞ্চিত করেছেন ওপেনার সাদমান ইসলামকেও। অসাধারণ এক বলে ৯৩ রানে বোল্ড করেছিলেন এই বাঁহাতি ব্যাটারকে।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৩ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৫ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৬ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৭ ঘণ্টা আগে