ভারতে তাহলে তামিমের হাতে দেখা যাবে তামিমের ব্যাট

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১৫: ২০
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৫: ৩২

একটা দৃশ্য কল্পনা করা যাক। তানজিদ হাসান তামিম বাউন্ডারি মারছেন। ধারাভাষ্যকক্ষে এর বিবরণী দিচ্ছেন তামিম ইকবাল। জুনিয়র তামিম যে বাউন্ডারি মেরেছেন, সেটা হলো সিনিয়র তামিমের ব্যাট দিয়েই। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে এমন কিছু তো হতেই পারে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকলেও তামিম ইকবাল ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন। চলমান বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তিনি। এই সিরিজের টি-টোয়েন্টি অংশে আবার বাংলাদেশ দলে আছেন তানজিদ তামিম। জুনিয়র তামিম ‘সিএ প্রো’ ব্যাট উপহার পেয়েছেন তামিম ইকবালের কাছ থেকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তানজিদ তামিম পোস্ট করেছেন এই ব্যাট নিয়ে। জুনিয়র তামিম লিখেছেন, ‘এই প্রতিষ্ঠানের অন্যতম সেরা। আমার ওপর বিশ্বাস রাখায় সিএ স্পোর্টসকে ধন্যবাদ। সামনে যে যাত্রা শুরু হচ্ছে, তাতে মুখিয়ে আছি।’

সিএ ব্যাট দিয়েই সিনিয়র তামিম গড়েছেন একগাদা রেকর্ড। ২২ গজে বোলারদের শাসন করেছেন। পেয়েছেন ‘বুম বুম তামিম’ উপাধি। সিনিয়র তামিমকে ধন্যবাদ দিয়ে তানজিদ তামিম লিখেছেন, ‘এমন কিছুর জন্য তামিম ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। ব্যতিক্রমী এক ব্যক্তি। তাকে আমি সব সময় অনুসরণ করি।’

বাংলাদেশের জার্সিতে তামিম ইকবাল সবশেষ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জুটিও গড়েছিলেন সিনিয়র তামিম ও তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে সেই একবারই দুই তামিম একসঙ্গে খেলেছেন।

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর ধরে না থাকলেও তানজিদ তামিম পরপর দুটি আইসিসি ইভেন্ট খেলেছেন। সেই দুই ইভেন্টে জুনিয়র তামিম আশানুরূপ পারফর্ম করতে পারেননি। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দিল্লি ও হায়দরাবাদে ৯ ও ১২ অক্টোবর হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত