নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের উপস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সামনে তাঁদের একটি মহড়ার আয়োজনে ঘটনাস্থল দেখে যাওয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি প্রকাশে দেরির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা চায়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তাব্যবস্থা দেখতে কাল রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ সকালেই চলে যাবে চট্টগ্রামে। সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে তারা রাতেই ফিরবে ঢাকায়। পরশু মিরপুরে হবে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের সম্মিলিত নিরাপত্তাবিষয়ক ড্রেস রিহার্সাল।
দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, সেটির ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর। এই সফরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন। সেটির পরিপ্রেক্ষিতে তাদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওদের খেলোয়াড়দের সংগঠন বিভিন্ন কথা শুনছে বাইরে থেকে। ওরা (পর্যবেক্ষক দল) সশরীরে ভিজিট করে দেখতে চাচ্ছে আসলে বাংলাদেশের পরিস্থিতি কী। এটা স্বাভাবিক প্রক্রিয়াই বলা যায়।’ বিসিবির প্রধান নির্বাহী আশাবাদী, দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারবে, ‘একটা দলের নিরাপত্তা দেওয়া কঠিন কিছু নয়। ওরা গিয়ে রিপোর্ট বোর্ডকে দিক, তারপর সূচি প্রকাশ করা ভালো।’
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের উপস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সামনে তাঁদের একটি মহড়ার আয়োজনে ঘটনাস্থল দেখে যাওয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি প্রকাশে দেরির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা চায়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তাব্যবস্থা দেখতে কাল রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ সকালেই চলে যাবে চট্টগ্রামে। সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে তারা রাতেই ফিরবে ঢাকায়। পরশু মিরপুরে হবে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের সম্মিলিত নিরাপত্তাবিষয়ক ড্রেস রিহার্সাল।
দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, সেটির ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর। এই সফরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন। সেটির পরিপ্রেক্ষিতে তাদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওদের খেলোয়াড়দের সংগঠন বিভিন্ন কথা শুনছে বাইরে থেকে। ওরা (পর্যবেক্ষক দল) সশরীরে ভিজিট করে দেখতে চাচ্ছে আসলে বাংলাদেশের পরিস্থিতি কী। এটা স্বাভাবিক প্রক্রিয়াই বলা যায়।’ বিসিবির প্রধান নির্বাহী আশাবাদী, দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারবে, ‘একটা দলের নিরাপত্তা দেওয়া কঠিন কিছু নয়। ওরা গিয়ে রিপোর্ট বোর্ডকে দিক, তারপর সূচি প্রকাশ করা ভালো।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে