Ajker Patrika

বিশ্বকাপ শিরোপা নিয়ে সমুদ্রে নেমে পড়লেন জাম্পা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২২, ২১: ৩৭
বিশ্বকাপ শিরোপা নিয়ে সমুদ্রে নেমে পড়লেন জাম্পা

প্রথমবার টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া। ধুন্ধুমার ক্রিকেটের বিশ্ব আসরের ক্ষণগণনাও শুরু হয়ে গেছে দিন দশেক আগে।

বিশ্বকাপের আকর্ষণ বাড়াতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না অস্ট্রেলিয়া সরকার। অভিনব উপায়ে প্রচার চালাচ্ছে তারা। আজ যেমন শিরোপা নিয়ে সমুদ্রের ডুব দিয়েছেন বিশ্বকাপজয়ী অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। 

শিরোপা কাচের বাক্সে বন্দী করে জাম্পা ঝাঁপ দেন গ্রেট ব্যারিয়ার রিফে, যা বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর হিসেবে পরিচিত। সঙ্গে ছিলেন জনপ্রিয় গায়িকা ও উপস্থাপিকা এরিন হল্যান্ড। 

শিরোপা নিয়ে গ্রেট ব্যারিয়ার রিফে জাম্পা, হল্যান্ডরাশিরোপা পরিভ্রমণের (ট্রফি ট্যুর) অংশ হিসেবে এটি অস্ট্রেলিয়ার সব কটি রাজ্যসহ ৪ মহাদেশ ঘুরবে। তারই ধারাবাহিকতায় শিরোপা নেওয়া হয়েছে দেশটির বিখ্যাত প্রাকৃতিক বিস্ময়ে। ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলা মেগা ইভেন্টে ১ লাখ বিদেশি দর্শকের উপস্থিতি আশা করছে তারা। 

অভিনব প্রচারে অংশ নিতে পেরে খুশি জাম্পা। ৩০ বছর বয়সী স্পিনার বলেছেন, ‘আজকের মতো দিনগুলো মনে করিয়ে দেয়, আমরা সত্যিই সৌভাগ্যবান। আমরা এমন দেশে বাস করি, যেখানে এত এত প্রাকৃতিক সৌন্দর্য। এই সুন্দর স্থানে বিশ্বকাপ শিরোপা নিয়ে আসতে পারা আমার জন্য বিশাল প্রাপ্তি। বছরের শেষ দিকে বিশ্বের অগণিত ভক্তদের অস্ট্রেলিয়ায় আসতে উৎসাহিত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত