ক্রীড়া ডেস্ক
ঢাকা: টেস্টের জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে ফাইনালের দুটি দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১৮ জুন মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন, একটা ফাইনাল দিয়েই শিরোপা নির্ধারণ করা উচিত নয়। তিনি চান অন্তত তিন ম্যাচের একটি সিরিজের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারিত হোক ।
কপিলের অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে কোনো আপত্তি নেই। তাঁর দাবি, ওয়ানডের মতো এক ম্যাচের ফাইনালে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করা যথাযথ নয়, ‘এমন গুরুত্বপূর্ণ খেতাব নির্ণয়ের ক্ষেত্রে আমি একাধিক ম্যাচ খেলাকেই অগ্রাধিকার দেব। অবশ্যই এখনকার দিনে এমন ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা এমন কঠিন কিছু নয়।’
টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে আইসিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কপিল। ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন ‘টেস্টের জনপ্রিয়তা বাড়াতে আইসিসি যা করছে সেটি বিশেষ কিছু। আমি নিশ্চিত দর্শকদের এটা ইতিবাচক বার্তা দেবে। তবে তিন টেস্টের ফাইনাল হলে সেটি আরও দুর্দান্ত হতো।’
শুরুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল লর্ডসে। পরবর্তীতে সিদ্ধান্ত বদলেছে। জৈব সুরক্ষা বলয় আরও সহজভাবে পরিচালনার জন্য ফাইনাল ম্যাচ সাউদাম্পটনের রোজ বোলে নেওয়া হয়েছে। এতেও খুশি নন কপিল। তিনি মনে করেন রোজ বোলে না হয়ে লর্ডসে ফাইনাল হলে ভালো হতো।
ঢাকা: টেস্টের জনপ্রিয়তায় আলাদা মাত্রা যোগ করেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে ফাইনালের দুটি দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১৮ জুন মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব অবশ্য মনে করেন, একটা ফাইনাল দিয়েই শিরোপা নির্ধারণ করা উচিত নয়। তিনি চান অন্তত তিন ম্যাচের একটি সিরিজের মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারিত হোক ।
কপিলের অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে কোনো আপত্তি নেই। তাঁর দাবি, ওয়ানডের মতো এক ম্যাচের ফাইনালে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করা যথাযথ নয়, ‘এমন গুরুত্বপূর্ণ খেতাব নির্ণয়ের ক্ষেত্রে আমি একাধিক ম্যাচ খেলাকেই অগ্রাধিকার দেব। অবশ্যই এখনকার দিনে এমন ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করে তোলা এমন কঠিন কিছু নয়।’
টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে আইসিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কপিল। ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন ‘টেস্টের জনপ্রিয়তা বাড়াতে আইসিসি যা করছে সেটি বিশেষ কিছু। আমি নিশ্চিত দর্শকদের এটা ইতিবাচক বার্তা দেবে। তবে তিন টেস্টের ফাইনাল হলে সেটি আরও দুর্দান্ত হতো।’
শুরুতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল লর্ডসে। পরবর্তীতে সিদ্ধান্ত বদলেছে। জৈব সুরক্ষা বলয় আরও সহজভাবে পরিচালনার জন্য ফাইনাল ম্যাচ সাউদাম্পটনের রোজ বোলে নেওয়া হয়েছে। এতেও খুশি নন কপিল। তিনি মনে করেন রোজ বোলে না হয়ে লর্ডসে ফাইনাল হলে ভালো হতো।
শেকড় বাংলাদেশে হলেও হামজা চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে নামডাক কুড়িয়েছেন তিনি। ২৭ বছর বয়সী এই ফুটবলারের একটা সময় বার্সেলোনায় খেলার সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে শোনা গেছে।
৭ মিনিট আগে২০২৩ সালের ডিসেম্বরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলা হয়নি নুরুল হাসান সোহানের। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১ ঘণ্টা আগে৫০ ওভারে ২১৭ রানের লক্ষ্য আহামরি তেমন কিছু নয়। কিন্তু সতীর্থরা যখন আসা-যাওয়ায় ব্যস্ত থাকে, তখন সামান্য লক্ষ্যও অনেক দূরের পথ মনে হয়। নুরুল হাসান সোহানের ক্ষেত্রে আজ হয়েছে এমনটাই। সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি।
২ ঘণ্টা আগেহ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের দল কুইন্সল্যান্ডের হয়ে গত সপ্তাহে খেলতে পারেননি উসমান খাজা। দেশটির প্রথম শ্রেণির টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলায় খাজার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ।
৩ ঘণ্টা আগে