ক্রীড়া ডেস্ক
সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে পরের ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্ররূপ রূপ দেখে স্বাগতিক দল। হারারেতে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতে ভারত বুঝিয়ে দিল, প্রথম ম্যাচে হার ছিল নিছকই কাকতালীয়।
বিশ্বকাপ জয়ী দলের তিন ক্রিকেটার নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। একাদশে চার পরিবর্তন আনেন শুবমান গিলরা। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পান তাঁরা। পাওয়ার প্লে কাজে লাগিয়ে ৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তোলে ভারত। দলীয় ৬৭ রানে সিকান্দার রাজার বলে সুইপ শট খেলতে গিয়ে ওপেনার যশস্বী জয়সওয়াল (৩৬) আউট হলে মাঝে রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায় তাদের।
পরে রুতুরাজ গায়কোয়াডকে সঙ্গী করে রানের চাকা এগিয়ে নেন ৩৬ বলে অর্ধশতক করা শুবমান। ব্লেসিং মুজ়ারাবানির বলে ক্যাচ দেওয়ার আগে ৪৯ বলে ৬৬ রান করেন ভারতের অধিনায়ক। শেষে রুতুরাজের ২৮ বলে ৪৯ রানের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। দুটি করে উইকেট করে নেন ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা।
রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে ওয়েসলি মাধেভেরের উইকেট তুলে নেন আবেশ খান। দলীয় ৩৯ রানেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। ডিয়ন মেয়ার্স ও ক্লাইভ মাদানদের ষষ্ঠ উইকেটে জুটিতে প্রতিরোধের চেষ্টা করে জিম্বাবুয়ে। দুজনে ৫৭ বলে করেন ৭৭ রানের জুটি গড়েন। মেয়ার্স ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকলেও মাদানদে ফেরেন ৩৮ রানে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে শেষ ৫ ওভারে ৭৩ রানের সমীকরণ মেলাতে হতো জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামতে হয় তাদের। ৪ ওভারে ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ওয়াশিংটন সুন্দর। ম্যাচসেরাও তিনি।
সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে পরের ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্ররূপ রূপ দেখে স্বাগতিক দল। হারারেতে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২৩ রানে জিতে ভারত বুঝিয়ে দিল, প্রথম ম্যাচে হার ছিল নিছকই কাকতালীয়।
বিশ্বকাপ জয়ী দলের তিন ক্রিকেটার নিয়ে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। একাদশে চার পরিবর্তন আনেন শুবমান গিলরা। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু পান তাঁরা। পাওয়ার প্লে কাজে লাগিয়ে ৪ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তোলে ভারত। দলীয় ৬৭ রানে সিকান্দার রাজার বলে সুইপ শট খেলতে গিয়ে ওপেনার যশস্বী জয়সওয়াল (৩৬) আউট হলে মাঝে রানের গতি কিছুটা শ্লথ হয়ে যায় তাদের।
পরে রুতুরাজ গায়কোয়াডকে সঙ্গী করে রানের চাকা এগিয়ে নেন ৩৬ বলে অর্ধশতক করা শুবমান। ব্লেসিং মুজ়ারাবানির বলে ক্যাচ দেওয়ার আগে ৪৯ বলে ৬৬ রান করেন ভারতের অধিনায়ক। শেষে রুতুরাজের ২৮ বলে ৪৯ রানের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে ভারত। দুটি করে উইকেট করে নেন ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা।
রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারে ওয়েসলি মাধেভেরের উইকেট তুলে নেন আবেশ খান। দলীয় ৩৯ রানেই সাজঘরে ফেরেন ৫ ব্যাটার। ডিয়ন মেয়ার্স ও ক্লাইভ মাদানদের ষষ্ঠ উইকেটে জুটিতে প্রতিরোধের চেষ্টা করে জিম্বাবুয়ে। দুজনে ৫৭ বলে করেন ৭৭ রানের জুটি গড়েন। মেয়ার্স ৪৯ বলে ৬৫ রানে অপরাজিত থাকলেও মাদানদে ফেরেন ৩৮ রানে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে শেষ ৫ ওভারে ৭৩ রানের সমীকরণ মেলাতে হতো জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামতে হয় তাদের। ৪ ওভারে ১৫ রান খরচ করে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ওয়াশিংটন সুন্দর। ম্যাচসেরাও তিনি।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে