ক্রীড়া ডেস্ক
রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের।
পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি। নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।
বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট। ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।
ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।
ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
ম্যাচ দল
বিলাল খান ৪৯ ওমান
শাহিন শাহ আফ্রিদি ৫১ পাকিস্তান
মিচেল স্টার্ক ৫২ অস্ট্রেলিয়া
শেন বন্ড ৫৪ নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান ৫৪ বাংলাদেশ
রেকর্ড ভাঙা গড়ার খেলায় খুব কম রেকর্ডই চিরস্থায়ী হয়। আজ হোক বা কাল-কোনো না কোনো দিন সেটা ভেঙে যায়। ওমানের পেসার বিলাল খান নতুন এক রেকর্ড গড়লেন গত রাতে। তাতে পেছনে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকা পেসারদের।
পেসারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন বিলালের। ডানডিতে গত রাতে নামিবিয়ার বিপক্ষে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে লিগের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে কীর্তি গড়েন তিনি। নামিবিয়ার টপ অর্ডার ব্যাটার ইয়ান ফ্রাইলিংকে এলবিডব্লুর ফাঁদে ফেলে এলিট ক্লাবে নাম লেখান বিলাল। ওয়ানডেতে ১০০ উইকেট নিতে বিলালের খেলতে হয়েছে ৪৯ ম্যাচ। ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর গতকাল ৫ বছর ৮৮ দিনে কীর্তি গড়েছেন ওমানি পেসার। বিলালের পর দুইয়ে থাকা আফ্রিদির ওয়ানডেতে ১০০ উইকেট নিতে লেগেছে ৫১ ম্যাচ। ওয়ানডেতে পেসারদের মধ্যে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ডে শেন বন্ডের সঙ্গে যৌথভাবে চারে মোস্তাফিজ। বন্ড-মোস্তাফিজ দুজনেরই ৫৪ ওয়ানডে করে খেলতে হয়েছে।
বিলাল গত রাতে ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দেন ওমানের পেসার। বিলালের কীর্তি গড়ার রাতে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ওমান। ৪৯ ওয়ানডেতে ৫.০৬ ইকোনমিতে এখনো পর্যন্ত ওমানের পেসার নিয়েছেন ১০১ উইকেট। ওয়ানডেতে সব মিলিয়ে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার কীর্তি নেপালের সন্দীপ লামিচানের। লামিচানের খেলতে হয়েছে ৪২ ম্যাচ। দুইয়ে থাকা আরেক লেগস্পিনার রশিদ খান ওয়ানডেতে শততম উইকেট পেয়েছেন ৪৪ ম্যাচে। সব মিলিয়ে ৫ ও পেসারদের মধ্যে এই তালিকায় তিনে আছেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৫২তম ম্যাচে।
ওয়ানডে ক্যারিয়ার দেরিতে শুরু হলেও বিলাল আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ২০১৫ সালে। একই বছর বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হয় মোস্তাফিজের। দীর্ঘ ৯ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজ ও বিলাল খেলেছেন ২২২ ও ১২৮ ম্যাচ।
ওয়ানডে দ্রুততম ১০০ উইকেট নেওয়া সেরা পাঁচ পেসার (ম্যাচের হিসেবে)
ম্যাচ দল
বিলাল খান ৪৯ ওমান
শাহিন শাহ আফ্রিদি ৫১ পাকিস্তান
মিচেল স্টার্ক ৫২ অস্ট্রেলিয়া
শেন বন্ড ৫৪ নিউজিল্যান্ড
মোস্তাফিজুর রহমান ৫৪ বাংলাদেশ
স্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩৩ মিনিট আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
১ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
২ ঘণ্টা আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
৩ ঘণ্টা আগে