ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১১: ০২
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫২
বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন ভারত। ছবি: এসিসি

বোলাররা তাদের কাজটা করে রেখেছিলেন শুরুতেই। কিন্তু ব্যাটাররা ব্যর্থ হয়েছেন বাজেভাবে। টুর্নামেন্টের প্রথমবারেই বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা শেষ পর্যন্ত হয়নি। বাংলাদেশকে উড়িয়ে প্রথমবারেই নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত।

প্রথমবারের মতো নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হয়েছে এবারই। মালয়েশিয়ার বায়ুমাস ক্রিকেট ওভালে আজ ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। তবে দুই প্রতিবেশীর লড়াইটা হয়েছে একপেশে। বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত।

কুয়ালালামপুরে আজ চ্যাম্পিয়ন হওয়া ভারতের কাছে একটা পর্যায়ে হয়ে যায় সময়ের অপেক্ষা। কারণ, হাতে ১ উইকেট নিয়ে শেষ ১০ বলে ৪২ রান করতে হতো বাংলাদেশকে। ১৯তম ওভারের তৃতীয় বলে আয়ুশি শুকলা স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশের আনিসা আকতার সোবাকে। জি কামিলিনি স্টাম্পিংয়ের আবেদন করলে রিপ্লেতে দেখা যায়, সোবার বুট দাগের থেকে কিছুটা ওপরে ছিল। তৃতীয় আম্পায়ার আউটের সংকেত নিতেই ডাগ আউট থেকে ভারতের পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়েন ক্রিকেটাররা।প্রথম কোনো শিরোপা জয়ের আনন্দ যে এমনই হয়।

শিরোপা জিততে ১১৮ রানের লক্ষ্যে নেমে দলীয় ৮ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মোসাম্মৎ ইভাকে ফেরান জোসিথা ভিজে। এরপর ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে সাবলীলভাবে এগোতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভারে) বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৩৫ রান করেছে।

ওভারপ্রতি রান তোলার গতি যখন স্বাভাবিক, তখনই হোঁচট খাওয়ার শুরু বাংলাদেশ। অষ্টম ওভারের তৃতীয় বলে ওপেনার ফাহমিদা ছোঁয়ার উইকেট নেন সোনাম যাদব। ২৪ বলে ২ চারে ১৮ রান করেন ছোঁয়া। বাংলাদেশের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ৩ উইকেটে ৪৪ রানে। ৩২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ৭৬ রানে। ৯ বল হাতে রেখেই শিরোপা জয়ের উৎসব শুরু করে ভারত।

বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন জুয়েইরিয়া ফেরদৌস। ৩০ বলের ইনিংসে ৩ চার মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। অধিনায়ক সুমাইয়া আকতার ১২ বলে করেন ৪ রান। ভারতের শুকলা নিয়েছেন ৩ উইকেট। ৩.৩ ওভারে করেন ১৭ রান। দুটি করে উইকেট নিয়েছেন পারুনিকা সিসোদিয়া ও যাদব। একটি উইকেট নিয়েছেন জোসিথা। বাংলাদেশের বাকি ২ উইকেট হয়েছে রান আউট।

এর আগে ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আকতার। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ভারত করে ১১৭ রান। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেন জি ত্রিশা। ৪৭ বলের ইনিংসে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি।বাংলাদেশের মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন নিয়েছেন ৪ উইকেট।৪ ওভারে দিয়েছেন ৩১ রান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত