সেই হাথুরুই বাংলাদেশের সফলতম কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৩৬
Thumbnail image

দ্বিতীয় দফায় যখন বাংলাদেশ দলের কোচের চেয়ারে বসেন চন্ডিকা হাথুরুসিংহে তখন তাঁকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সাধারণ সমর্থকদেরও অনেকে বলেছিলেন, ‘ধুর, আবার কেন হাথুরু!’ তাঁদের সেই অস্বস্তি কাটিয়ে হয়ে গেলেন বাংলাদেশের সফলতম কোচ। তাঁর অধীনেই বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয় পেয়েছে। 

গতকাল মঙ্গলবার কোচ হাথুরুর সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক—প্রথমবার টেস্টে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করল লিটন-মিরাজেরা। যে প্রাপ্তির সঙ্গে থাকবে এই লঙ্কান কোচের নামও। 

ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স কিংবা স্টুয়ার্ট ল—বাংলাদেশের কোচিং জগতের হিরো যদি তাঁরা হন; হাথুরু সুপারহিরো। পরিসংখ্যানও সেই কথা বলবে নিশ্চিত। বাংলাদেশের বড় ৯টি টেস্ট জয়ের ৬টিই এসেছে তাঁর অধীনে। ২০১৪ সালে শেন জার্গেনসন অধ্যায়ের ইতি হতেই বাংলাদেশে ক্রিকেটে শুরু হাথুরু জমানা। যাঁকে এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে সফল কোচ ধরা হয়। কারণ, সেবার দায়িত্ব নেওয়ার পর বিদায়ের আগে বাংলাদেশ তিন সংস্করণে জয় পায় ৪১ টি। সেগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। টেস্টে লঙ্কানদের মাটিতে স্বাগতিকদের হারানো; পাশাপাশি ঘরের মাঠে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির বিপক্ষেও জয় পাওয়া। এরপর র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন, ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। এমন বহু প্রাপ্তির সঙ্গে হাথুরুর নামটাও জড়িয়ে। দ্বিতীয় দফায় কোচ হয়ে আসার পর চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ, এরপর আফগানদের উড়িয়ে দেওয়ার সুখস্মৃতিও হাথুরুর হৃদয়ে গেঁথে থাকবে বহুদিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত