ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএলের শুরু ও শেষটা অসাধারণভাবে করেছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে পরশু রাতে ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবারের আইপিএলে মোস্তাফিজের পথচলা। তবে শেষ ভালো যার, সব ভালো তার—এমন কথাও যে বহুল প্রচলিত। আইপিএল পর্ব শেষ হওয়ার পরও চেন্নাই সুপার কিংস ভুলতে পারছে না ফিজকে।
চেন্নাই তাদের ফেসবুক পেজে বাংলাদেশ সময় গতকাল রাত ১০টা ২৬ মিনিটে ফিজের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে। পুরো টুর্নামেন্টে তাঁর বোলিং পরিসংখ্যান তুলে ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। ফিজের নামের সঙ্গে মিল রেখে চেন্নাই ক্যাপশন দেয়, ‘হলুদ জার্সিতে ম্যাগনিফিজিয়েন্ট যাত্রা। সুইং চালিয়ে যান রহমান।’ ১৩ ঘণ্টায় পোস্টটির রিঅ্যাকশন ২ লাখ ছাড়িয়ে গেছে। মন্তব্য হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার। শেয়ার হাজার ছাড়িয়েছে।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-পাঞ্জাব ম্যাচ শেষেই মোস্তাফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করে চেন্নাই। সেই ম্যাচে ৪ ওভারে ২২ রান খরচ করে উইকেটশূন্য থাকলেও ১ ওভার মেডেন দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের ছবি পোস্ট করে তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের কথাই বলে চেন্নাই। চেন্নাইয়ের পেসারদের মুক্ত হস্তে রান বিলানোর রাতে কিপটে ছিলেন ফিজই। পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হারের পর চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং পরে আর ফিজকে পাবেন না দেখে হতাশা প্রকাশ করেন।
চেন্নাই এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেললেও মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকা ব্যাটারদের উইকেট। ফিজের আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং এটাই।
আরও পড়ুন:
২০২৪ আইপিএলের শুরু ও শেষটা অসাধারণভাবে করেছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে পরশু রাতে ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবারের আইপিএলে মোস্তাফিজের পথচলা। তবে শেষ ভালো যার, সব ভালো তার—এমন কথাও যে বহুল প্রচলিত। আইপিএল পর্ব শেষ হওয়ার পরও চেন্নাই সুপার কিংস ভুলতে পারছে না ফিজকে।
চেন্নাই তাদের ফেসবুক পেজে বাংলাদেশ সময় গতকাল রাত ১০টা ২৬ মিনিটে ফিজের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে। পুরো টুর্নামেন্টে তাঁর বোলিং পরিসংখ্যান তুলে ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। ফিজের নামের সঙ্গে মিল রেখে চেন্নাই ক্যাপশন দেয়, ‘হলুদ জার্সিতে ম্যাগনিফিজিয়েন্ট যাত্রা। সুইং চালিয়ে যান রহমান।’ ১৩ ঘণ্টায় পোস্টটির রিঅ্যাকশন ২ লাখ ছাড়িয়ে গেছে। মন্তব্য হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার। শেয়ার হাজার ছাড়িয়েছে।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-পাঞ্জাব ম্যাচ শেষেই মোস্তাফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করে চেন্নাই। সেই ম্যাচে ৪ ওভারে ২২ রান খরচ করে উইকেটশূন্য থাকলেও ১ ওভার মেডেন দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের ছবি পোস্ট করে তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের কথাই বলে চেন্নাই। চেন্নাইয়ের পেসারদের মুক্ত হস্তে রান বিলানোর রাতে কিপটে ছিলেন ফিজই। পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হারের পর চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং পরে আর ফিজকে পাবেন না দেখে হতাশা প্রকাশ করেন।
চেন্নাই এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেললেও মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকা ব্যাটারদের উইকেট। ফিজের আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং এটাই।
আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৩ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৫ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে