ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএলের শুরু ও শেষটা অসাধারণভাবে করেছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে পরশু রাতে ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবারের আইপিএলে মোস্তাফিজের পথচলা। তবে শেষ ভালো যার, সব ভালো তার—এমন কথাও যে বহুল প্রচলিত। আইপিএল পর্ব শেষ হওয়ার পরও চেন্নাই সুপার কিংস ভুলতে পারছে না ফিজকে।
চেন্নাই তাদের ফেসবুক পেজে বাংলাদেশ সময় গতকাল রাত ১০টা ২৬ মিনিটে ফিজের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে। পুরো টুর্নামেন্টে তাঁর বোলিং পরিসংখ্যান তুলে ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। ফিজের নামের সঙ্গে মিল রেখে চেন্নাই ক্যাপশন দেয়, ‘হলুদ জার্সিতে ম্যাগনিফিজিয়েন্ট যাত্রা। সুইং চালিয়ে যান রহমান।’ ১৩ ঘণ্টায় পোস্টটির রিঅ্যাকশন ২ লাখ ছাড়িয়ে গেছে। মন্তব্য হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার। শেয়ার হাজার ছাড়িয়েছে।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-পাঞ্জাব ম্যাচ শেষেই মোস্তাফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করে চেন্নাই। সেই ম্যাচে ৪ ওভারে ২২ রান খরচ করে উইকেটশূন্য থাকলেও ১ ওভার মেডেন দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের ছবি পোস্ট করে তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের কথাই বলে চেন্নাই। চেন্নাইয়ের পেসারদের মুক্ত হস্তে রান বিলানোর রাতে কিপটে ছিলেন ফিজই। পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হারের পর চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং পরে আর ফিজকে পাবেন না দেখে হতাশা প্রকাশ করেন।
চেন্নাই এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেললেও মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকা ব্যাটারদের উইকেট। ফিজের আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং এটাই।
আরও পড়ুন:
২০২৪ আইপিএলের শুরু ও শেষটা অসাধারণভাবে করেছেন মোস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে পরশু রাতে ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবারের আইপিএলে মোস্তাফিজের পথচলা। তবে শেষ ভালো যার, সব ভালো তার—এমন কথাও যে বহুল প্রচলিত। আইপিএল পর্ব শেষ হওয়ার পরও চেন্নাই সুপার কিংস ভুলতে পারছে না ফিজকে।
চেন্নাই তাদের ফেসবুক পেজে বাংলাদেশ সময় গতকাল রাত ১০টা ২৬ মিনিটে ফিজের বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে। পুরো টুর্নামেন্টে তাঁর বোলিং পরিসংখ্যান তুলে ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। ফিজের নামের সঙ্গে মিল রেখে চেন্নাই ক্যাপশন দেয়, ‘হলুদ জার্সিতে ম্যাগনিফিজিয়েন্ট যাত্রা। সুইং চালিয়ে যান রহমান।’ ১৩ ঘণ্টায় পোস্টটির রিঅ্যাকশন ২ লাখ ছাড়িয়ে গেছে। মন্তব্য হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার। শেয়ার হাজার ছাড়িয়েছে।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই-পাঞ্জাব ম্যাচ শেষেই মোস্তাফিজকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করে চেন্নাই। সেই ম্যাচে ৪ ওভারে ২২ রান খরচ করে উইকেটশূন্য থাকলেও ১ ওভার মেডেন দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি পেসারের ছবি পোস্ট করে তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের কথাই বলে চেন্নাই। চেন্নাইয়ের পেসারদের মুক্ত হস্তে রান বিলানোর রাতে কিপটে ছিলেন ফিজই। পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হারের পর চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং পরে আর ফিজকে পাবেন না দেখে হতাশা প্রকাশ করেন।
চেন্নাই এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেললেও মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো তারকা ব্যাটারদের উইকেট। ফিজের আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং এটাই।
আরও পড়ুন:
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৭ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৮ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৮ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৯ ঘণ্টা আগে