ক্রীড়া ডেস্ক
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। সিরিজ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, চলছে নানা রকম কথাবার্তা। বাংলাদেশ সিরিজ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির দুশ্চিন্তা বাড়ছে।
পাকিস্তান ক্রিকেট দল যে ‘আনপ্রেডিক্টেবল’ সেটা তো সবারই জানা। দলের মতো দেশের পরিস্থিতিও কোন দিকে মোড় নেয়, তা আগে থেকে বলা মুশকিল। বাসিত তাই চিন্তা করছেন দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে পাকিস্তানের মাঠে আন্তর্জাতিক সিরিজের প্রচুর চাপ রয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই অক্টোবরে পাকিস্তান ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসবে পাকিস্তান সফরে।
পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় যেন ত্রুটি হয়, সেদিকে আলোকপাত করে বাসিত গতকাল নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে হবে এবং বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, সেজন্য নিরাপত্তা নিয়ে ভাবা উচিত আমাদের। সৃষ্টিকর্তা মাফ করুক, এসব সফরে কিছু হয়ে গেলে চ্যাম্পিয়নস ট্রফি এখানে (পাকিস্তান) হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে সৈন্যরা শহীদ হচ্ছেন। এটা কেন ঘটছে, তা শুধু সরকারই বলতে পারে। তবে এটা উচিত নয়।’
দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী যে পর্যায়ের নিরাপত্তা পান, তেমন নিরাপত্তা পাকিস্তান দলকে দেওয়া উচিত বলে মনে করেন বাসিত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘নিরাপত্তায় সামান্যতম ত্রুটিও যেন না হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যেমন নিরাপত্তা পান, তেমন নিরাপত্তা দেওয়া উচিত বিদেশি দলগুলোকে। মহসিন নাকভি এ বিষয়টি জানেন বলে আমি নিশ্চিত থাকতে পারি।’
পাকিস্তানে সবশেষ ভারতীয় ক্রিকেট দল সফর করেছে ২০০৮ সালে। এমনকি ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত নিরাপত্তার অজুহাত দেখানোয় হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে ভারত যাবে কি না, সেটা নিয়ে এখনো রয়েছে যদি-কিন্তু। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা গেলে সেটি হবে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের মাঠে প্রথম কোনো আইসিসি ইভেন্ট।
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। সিরিজ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, চলছে নানা রকম কথাবার্তা। বাংলাদেশ সিরিজ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির দুশ্চিন্তা বাড়ছে।
পাকিস্তান ক্রিকেট দল যে ‘আনপ্রেডিক্টেবল’ সেটা তো সবারই জানা। দলের মতো দেশের পরিস্থিতিও কোন দিকে মোড় নেয়, তা আগে থেকে বলা মুশকিল। বাসিত তাই চিন্তা করছেন দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে পাকিস্তানের মাঠে আন্তর্জাতিক সিরিজের প্রচুর চাপ রয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই অক্টোবরে পাকিস্তান ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসবে পাকিস্তান সফরে।
পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় যেন ত্রুটি হয়, সেদিকে আলোকপাত করে বাসিত গতকাল নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে হবে এবং বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, সেজন্য নিরাপত্তা নিয়ে ভাবা উচিত আমাদের। সৃষ্টিকর্তা মাফ করুক, এসব সফরে কিছু হয়ে গেলে চ্যাম্পিয়নস ট্রফি এখানে (পাকিস্তান) হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে সৈন্যরা শহীদ হচ্ছেন। এটা কেন ঘটছে, তা শুধু সরকারই বলতে পারে। তবে এটা উচিত নয়।’
দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী যে পর্যায়ের নিরাপত্তা পান, তেমন নিরাপত্তা পাকিস্তান দলকে দেওয়া উচিত বলে মনে করেন বাসিত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘নিরাপত্তায় সামান্যতম ত্রুটিও যেন না হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যেমন নিরাপত্তা পান, তেমন নিরাপত্তা দেওয়া উচিত বিদেশি দলগুলোকে। মহসিন নাকভি এ বিষয়টি জানেন বলে আমি নিশ্চিত থাকতে পারি।’
পাকিস্তানে সবশেষ ভারতীয় ক্রিকেট দল সফর করেছে ২০০৮ সালে। এমনকি ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত নিরাপত্তার অজুহাত দেখানোয় হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে ভারত যাবে কি না, সেটা নিয়ে এখনো রয়েছে যদি-কিন্তু। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা গেলে সেটি হবে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের মাঠে প্রথম কোনো আইসিসি ইভেন্ট।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
১৩ ঘণ্টা আগে