ক্রীড়া ডেস্ক
ধারাভাষ্যকারের কাজ করা তামিম ইকবালের জন্য নতুন কিছু নয়। আতহার আলী খানের সঙ্গেই ধারাভাষ্যকক্ষে তামিম বসেছিলেন। সেটা ছিল শুধু বাংলাদেশেই। আতহারের সঙ্গে এবার তামিম ধারাভাষ্য দিচ্ছেন চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে।
ক্রিকেটার নয়, তামিমকে ভারত সিরিজে দেখা যাবে মাইক্রোফোন হাতে—এমনটা জানা যায় বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগে। সেখানে আজ চেন্নাইয়ে শুরু হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে তামিমকে দেখা যাচ্ছে ‘করপোরেট লুকে’। স্যুট-বুট পরা তামিম ধারাভাষ্য কেমন উপভোগ করছেন সেটা বোঝাতেই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আতহার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আতহার লিখেছেন, ‘তামিম ইকবাল, দিনেশ কার্তিক, মুরলি কার্তিকের অভিজাত কোম্পানিতে (ধারাভাষ্য কক্ষে) আমি।’
বাংলাদেশ দল আজ টসের আগে ওয়ার্মআপ করছিল, তখনই দেখা যায় স্যুট-বুট পরা এক ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সেই ভিড়ে গিয়ে সবার সঙ্গে করমর্দনও করেছেন। কিছুক্ষণ কথা বলেছেন তাসকিন আহমেদের সঙ্গে। ‘করপোরেট লুকের’ সেই লোকটাই ধারাভাষ্যকার তামিম।
সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ তখন ছিলেন ড্রেসিংরুম প্রান্তে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা বোলিং অনুশীলন করছিলেন প্রেসবক্স প্রান্তে।
তামিম-আতহার যখন চেন্নাইয়ের ধারাভাষ্যকক্ষে, তখন মাঠ কাঁপাচ্ছেন হাসান। চেন্নাইয়ের মেঘলা আবহাওয়ায় সুইংটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন হাসান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২৯ ওভারে ৪ উইকেটে করেছে ১০৩ রান। রোহিত শর্মা, শুবমান গিল,বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের ব্যাটিং লাইনআপের চার ব্যাটারকেই ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন হাসান। যশস্বী জয়সওয়াল ৪৩ রানে অপরাজিত। ১ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল।
আরও পড়ুন: ভারতকে বেকায়দায় ফেলে লাঞ্চে বাংলাদেশ
ধারাভাষ্যকারের কাজ করা তামিম ইকবালের জন্য নতুন কিছু নয়। আতহার আলী খানের সঙ্গেই ধারাভাষ্যকক্ষে তামিম বসেছিলেন। সেটা ছিল শুধু বাংলাদেশেই। আতহারের সঙ্গে এবার তামিম ধারাভাষ্য দিচ্ছেন চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে।
ক্রিকেটার নয়, তামিমকে ভারত সিরিজে দেখা যাবে মাইক্রোফোন হাতে—এমনটা জানা যায় বাংলাদেশ-ভারত সিরিজ শুরুর আগে। সেখানে আজ চেন্নাইয়ে শুরু হওয়া বাংলাদেশ-ভারত প্রথম টেস্টে তামিমকে দেখা যাচ্ছে ‘করপোরেট লুকে’। স্যুট-বুট পরা তামিম ধারাভাষ্য কেমন উপভোগ করছেন সেটা বোঝাতেই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আতহার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আতহার লিখেছেন, ‘তামিম ইকবাল, দিনেশ কার্তিক, মুরলি কার্তিকের অভিজাত কোম্পানিতে (ধারাভাষ্য কক্ষে) আমি।’
বাংলাদেশ দল আজ টসের আগে ওয়ার্মআপ করছিল, তখনই দেখা যায় স্যুট-বুট পরা এক ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সেই ভিড়ে গিয়ে সবার সঙ্গে করমর্দনও করেছেন। কিছুক্ষণ কথা বলেছেন তাসকিন আহমেদের সঙ্গে। ‘করপোরেট লুকের’ সেই লোকটাই ধারাভাষ্যকার তামিম।
সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ তখন ছিলেন ড্রেসিংরুম প্রান্তে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা বোলিং অনুশীলন করছিলেন প্রেসবক্স প্রান্তে।
তামিম-আতহার যখন চেন্নাইয়ের ধারাভাষ্যকক্ষে, তখন মাঠ কাঁপাচ্ছেন হাসান। চেন্নাইয়ের মেঘলা আবহাওয়ায় সুইংটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন হাসান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ২৯ ওভারে ৪ উইকেটে করেছে ১০৩ রান। রোহিত শর্মা, শুবমান গিল,বিরাট কোহলি, ঋষভ পন্ত—ভারতের ব্যাটিং লাইনআপের চার ব্যাটারকেই ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন হাসান। যশস্বী জয়সওয়াল ৪৩ রানে অপরাজিত। ১ রানে ব্যাটিং করছেন লোকেশ রাহুল।
আরও পড়ুন: ভারতকে বেকায়দায় ফেলে লাঞ্চে বাংলাদেশ
গুরুত্বপূর্ণ সময়ে হুলিয়ান আলভারেজের টাইব্রেকারে করা গোল বাতিল করেন রেফারি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইন তারকার পেনাল্টি শটটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ম্যাচ জিতলেও টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আতলেতিকো।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটে এক্সপ্রেস পেসারের নাম বললে দুজন আসবেন—তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাসকিন আহমেদ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এখনো খেলতে নামেননি। চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিশ্রাম শেষে কাল অনুশীলন শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেটানা তিন ম্যাচে মাঠে নামেননি লিওনেল মেসি। চোট শঙ্কা—কিছুটা অস্বস্তি অনুভব করেই এ সিদ্ধান্ত আর্জেন্টাইন সুপার স্টারের। অবশেষে মাঠে ফিরলেন মেসি। ফিরেই যেন জ্যামাইকায় দেখালেন জাদু। মেসি ও লুইস সুয়ারেজের গোলে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২
৩ ঘণ্টা আগেএকে একে নিভিছে দেউটি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে অন্যভাবে পরিচিত করা পাঁচ তারকার কাছ থেকে কতটা নিতে পেরেছে তাঁদের পরের প্রজন্ম। তাঁদের পরের প্রজন্মের একজন উজ্জ্বল প্রতিনিধি সৌম্য জানালেন, তিনি কী শিখেছেন দেশের ক্রিকেটের পাঁচ বড় তারকার কাছ থেকে—
৪ ঘণ্টা আগে