Ajker Patrika

পিএসজির হয়ে অনন্য মাইলফলক এমবাপ্পের 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৩: ৪৮
পিএসজির হয়ে অনন্য মাইলফলক এমবাপ্পের 

স্কোয়াডে ফিরেই তুলুজের বিপক্ষে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। বদলি নেমে গোল করলেও দলকে জয় এনে দিতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। সেদিনের ১–১ গোলের সমতায় পিএসজিরও মৌসুম শুরু হয়েছিল টানা দুই ড্রয়ে।

গতকাল অবশ্য ড্রয়ের হ্যাটট্রিক হয়নি পিএসজির। লাঁসের বিপক্ষে ৩–১ গোলের জয় পেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। এমবাপ্পের জোড়া গোলের বিপরীতে ১ গোল করেছেন মার্কো অ্যাসেনসিও। 

পিএসজির প্রথম জয়ের অবদানে অনন্য মাইলফলক ছুঁয়েছেন এমবাপ্পে। ক্লাবের সর্বকালের সেরা গোলদাতা তো অনেক আগেই হয়েছিলেন তিনি। সঙ্গে পিএসজির হয়ে লিগ ওয়ানেও সেরা ছিলেন। তবে ক্লাবের প্রথম খেলোয়াড় হিসেবে লিগে ১৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ২৪ বছর বয়সী তারকা। ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে রেকর্ডটি গড়েন তিনি। 

রেকর্ড গোলের সংখ্যাটা পরে বাড়িয়েও নিয়েছেন এমবাপ্পে। ৯০ মিনিটে আরেকটি গোল করেন ফ্রান্সের অধিনায়ক। তাঁর আগে দলকে প্রথম গোল এনে দেন রিয়াল মাদ্রিদ থেকে এই মৌসুমেই পিএসজিতে যোগ দেওয়া অ্যাসেনসিও। ম্যাচের ৪৪ মিনিটের গোলটি আবার ক্লাবের হয়ে স্প্যানিশ তারকার প্রথম। অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমানো গোল করেন লাঁসের ফরোয়ার্ড মরগান গুইলাভোগুই। 

জোড়া গোলের রাতে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন এমবাপ্পে। পিএসজির হয়ে গোলের অবদানের তালিকায়। এ তালিকায়ও আগে থেকেই শীর্ষে ছিলেন তিনি। তবে পিএসজির হয়ে কোনো ফুটবলার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৩০০ স্পর্শ করতে পারেননি। গতকাল প্রথম ফুটবলার হিসেবে ফরাসি তারকা সেই রেকর্ড গড়েছেন। ২১৩ গোলের সঙ্গে সহায়তা করেছেন ৯৮টি। রেকর্ডটি গড়তে ২৬১ ম্যাচ লেগেছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত