ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগের দিন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে তাঁর দল। ব্রাজিলের দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণীও বলা যায় এটি। কিন্তু মাঠের খেলায় যে এলোমেলো ব্রাজিল, এই দুরবস্থা থেকে বের হওয়ার তো সহজ নয়।
বিশ্বকাপ ফাইনাল খেলার ঘোষণার পরই হার আবারও দেখল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে সেলেসাওরা। বাছাইপর্বে অষ্টম ম্যাচ তাদের এটি চতুর্থ হার।
৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। বিপরীতে নিজেদের মাঠে প্রথমার্ধে দিয়েগো গোমোজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। পুরে ম্যাচে গোলের জন্য ৯ শট নিয়েছিল ব্রাজিলের ফুটবলাররা, মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। প্যারাগুয়ের ৭ শটের দুটি ছিল লক্ষ্যে, একটি ছিল সফল।
বেশ কিছু দিন ধরে যেটা ছিল স্পষ্ট, মাঠে ব্রাজিলের ফুটবলে নেই সমন্বয়। ব্যাকপাসেও যথেষ্ট যেন সময় পার করেছে তাঁরা। অতিথিদের সুযোগ কাজে লাগিয়ে প্যারাগুয়ে এগিয়ে যায় ম্যাচের ২০ তম মিনিটে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালিয়াইস। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন গোমেজ।
মিনিট পাঁচেক পর পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। ভিনিসিয়ুসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দূরের পোস্টে শট নেন গিলিয়াহমে আরানা। কিছুই করার ছিল না গোলরক্ষকের। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। প্রথমার্ধে এই একটি শটই রাখতে পেরেছিল ব্রাজিল।
আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দেওয়া রদ্রিগো দ্বিতীয়ার্ধে শুরুতেই সুযোগ পান। মার্কিনিয়োসের থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টি স্পটের কাছ থেকে বল মারেন ক্রসবারের অনেক ওপর দিয়ে। ৪৯ তম মিনিটে ডি বক্সের মাথা থেকে ইসিদ্রো পিতার হেড বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে। ১০ মিনিট পর গোমেসের শট প্রতিহত হয় ব্রাজিলের রক্ষণে।
৬৬ তম মিনিটে দারুণ একটি সেভ দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। শেষ দিকে কিছুটা আক্রমণের ধার বাড়লেও প্যারাগুয়ের ডিফেন্ডাররা সফল হতে দেননি ব্রাজিলকে। ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে জয় পেল প্যারাগুয়ে।
আট ম্যাচে তৃতীয় এই হারের পর ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
ম্যাচের আগের দিন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে তাঁর দল। ব্রাজিলের দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণীও বলা যায় এটি। কিন্তু মাঠের খেলায় যে এলোমেলো ব্রাজিল, এই দুরবস্থা থেকে বের হওয়ার তো সহজ নয়।
বিশ্বকাপ ফাইনাল খেলার ঘোষণার পরই হার আবারও দেখল ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে সেলেসাওরা। বাছাইপর্বে অষ্টম ম্যাচ তাদের এটি চতুর্থ হার।
৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। বিপরীতে নিজেদের মাঠে প্রথমার্ধে দিয়েগো গোমোজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। পুরে ম্যাচে গোলের জন্য ৯ শট নিয়েছিল ব্রাজিলের ফুটবলাররা, মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। প্যারাগুয়ের ৭ শটের দুটি ছিল লক্ষ্যে, একটি ছিল সফল।
বেশ কিছু দিন ধরে যেটা ছিল স্পষ্ট, মাঠে ব্রাজিলের ফুটবলে নেই সমন্বয়। ব্যাকপাসেও যথেষ্ট যেন সময় পার করেছে তাঁরা। অতিথিদের সুযোগ কাজে লাগিয়ে প্যারাগুয়ে এগিয়ে যায় ম্যাচের ২০ তম মিনিটে। হেডে বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বিপদ বাড়ান সেন্টার ব্যাক গাব্রিয়েল মাগালিয়াইস। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন গোমেজ।
মিনিট পাঁচেক পর পাল্টা আক্রমণে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল ব্রাজিল। ভিনিসিয়ুসের কাটব্যাকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে দূরের পোস্টে শট নেন গিলিয়াহমে আরানা। কিছুই করার ছিল না গোলরক্ষকের। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন ডিফেন্ডার ওমার আলদেরেতে। প্রথমার্ধে এই একটি শটই রাখতে পেরেছিল ব্রাজিল।
আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় এনে দেওয়া রদ্রিগো দ্বিতীয়ার্ধে শুরুতেই সুযোগ পান। মার্কিনিয়োসের থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা। পেনাল্টি স্পটের কাছ থেকে বল মারেন ক্রসবারের অনেক ওপর দিয়ে। ৪৯ তম মিনিটে ডি বক্সের মাথা থেকে ইসিদ্রো পিতার হেড বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে। ১০ মিনিট পর গোমেসের শট প্রতিহত হয় ব্রাজিলের রক্ষণে।
৬৬ তম মিনিটে দারুণ একটি সেভ দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। শেষ দিকে কিছুটা আক্রমণের ধার বাড়লেও প্যারাগুয়ের ডিফেন্ডাররা সফল হতে দেননি ব্রাজিলকে। ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে জয় পেল প্যারাগুয়ে।
আট ম্যাচে তৃতীয় এই হারের পর ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৩ ঘণ্টা আগে