ক্রীড়া ডেস্ক
ঢাকা : প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে ঢলে পড়ে যান ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। সরাসরি ও টিভি পর্দায় এ দৃশ্য দেখে গোটা ফুটবল দুনিয়া তখন স্তব্ধ। দ্রুত মেডিকেল টিম মাঠে এসে সিপিআর (বুকে হাত দিয়ে শ্বা–প্রশ্বাস চালু করার চেষ্টা) দেয়। এরপর দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে দুই দলের খেলোয়াড়েরা তখন স্তম্ভিত। খানিক পরেই উয়েফা ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলা স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে এরিকসেনের অসুস্থতা। এই দৃশ্য দেখে শোকে মহ্যমান ফুটবল দুনিয়া। সবার তখন একটাই প্রশ্ন, কেমন আছেন এরিকসেন? সঙ্গে একটাই প্রার্থনা, দ্রুত যেন সুসংবাদ আসে। এরিকসেন সুস্থ হয়ে ফিরে আসুক। এ সময় এরিকসেনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাস ফেব্রেগাস, জেসে লিনগার্ড, জেমি ডে, জামাল ভূঁইয়া, বেঞ্জামিন মেন্ডিসহ অনেকেই।
রোনালদো লিখেছেন, 'ক্রিস্টিয়ান ও তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। বিশ্ব ফুটবল ঐক্যবদ্ধ হয়ে সুসংবাদের অপেক্ষায় আছি। একসঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি।' 'দয়া করো খোদা' লিখে টুইট করেন ২০১২ সালে একই ধরনের ঘটনার শিকার বোল্টন ওয়ান্ডারার্স তারকা ফেব্রিক মুয়াম্বা। এর কিছুক্ষণ পরই অবশ্য উয়েফার আরেকটি বিবৃতি স্বস্তির বার্তা নিয়ে আসে। উয়েফা জানায়, এরিকসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এরপর ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় উয়েফা।
ডেনমার্কের খেলোয়াড়েরা মাঠে নামার সময় তাদের হাততালি দিয়ে অনুপ্রাণিতও করেন ফিনল্যান্ডের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ভালো খেলেও ফিনল্যান্ডের কাছে এই ম্যাচে হেরে যায় ডেনমার্ক। ফিনিসদের পক্ষে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জোয়েল ফোজানপালো।
ঢাকা : প্রথমার্ধের শেষ দিকে থ্রু ইন থেকে আসা বল ধরতে গিয়ে ঢলে পড়ে যান ডেনমার্ক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। সরাসরি ও টিভি পর্দায় এ দৃশ্য দেখে গোটা ফুটবল দুনিয়া তখন স্তব্ধ। দ্রুত মেডিকেল টিম মাঠে এসে সিপিআর (বুকে হাত দিয়ে শ্বা–প্রশ্বাস চালু করার চেষ্টা) দেয়। এরপর দ্রুত তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাঠে দুই দলের খেলোয়াড়েরা তখন স্তম্ভিত। খানিক পরেই উয়েফা ডেনমার্ক-ফিনল্যান্ডের খেলা স্থগিত করার সিদ্ধান্ত জানায়।
ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে এরিকসেনের অসুস্থতা। এই দৃশ্য দেখে শোকে মহ্যমান ফুটবল দুনিয়া। সবার তখন একটাই প্রশ্ন, কেমন আছেন এরিকসেন? সঙ্গে একটাই প্রার্থনা, দ্রুত যেন সুসংবাদ আসে। এরিকসেন সুস্থ হয়ে ফিরে আসুক। এ সময় এরিকসেনের সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন ক্রিস্টিয়ানো রোনালদো, সাস ফেব্রেগাস, জেসে লিনগার্ড, জেমি ডে, জামাল ভূঁইয়া, বেঞ্জামিন মেন্ডিসহ অনেকেই।
রোনালদো লিখেছেন, 'ক্রিস্টিয়ান ও তার পরিবারের জন্য আমাদের প্রার্থনা রইল। বিশ্ব ফুটবল ঐক্যবদ্ধ হয়ে সুসংবাদের অপেক্ষায় আছি। একসঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছি।' 'দয়া করো খোদা' লিখে টুইট করেন ২০১২ সালে একই ধরনের ঘটনার শিকার বোল্টন ওয়ান্ডারার্স তারকা ফেব্রিক মুয়াম্বা। এর কিছুক্ষণ পরই অবশ্য উয়েফার আরেকটি বিবৃতি স্বস্তির বার্তা নিয়ে আসে। উয়েফা জানায়, এরিকসেনকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল আছে। এরপর ম্যাচ পুনরায় মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় উয়েফা।
ডেনমার্কের খেলোয়াড়েরা মাঠে নামার সময় তাদের হাততালি দিয়ে অনুপ্রাণিতও করেন ফিনল্যান্ডের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত ভালো খেলেও ফিনল্যান্ডের কাছে এই ম্যাচে হেরে যায় ডেনমার্ক। ফিনিসদের পক্ষে ম্যাচের ৫৯ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জোয়েল ফোজানপালো।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে