১৪ গোলের এক রাত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২১, ১৩: ০৫
আপডেট : ২৯ জুন ২০২১, ১৩: ১২

ঢাকা: ‘খুব সম্ভবত আমার দেখা ফুটবল ইতিহাসের সেরা দিন। দুটো খেলাই ছিল অসাধারণ। যেন একটি আরেকটির প্রতিচ্ছবি’, গ্যারি লিনেকারের টুইটের সঙ্গে হয়তো অধিকাংশ ফুটবল ভক্তই একমত হবেন। কাল ইউরোর দুটি ম্যাচই প্রথমার্ধে ৩-৩ গোলে সমতায় ছিল। এরপর অতিরিক্ত সময়ের নাটকীয়তায় আবারও দেখা যায় গোলবন্যা। সব মিলিয়ে কাল রাতে ১৪বার গোল উৎসব দেখলেন ফুটবলপ্রেমীরা।

ফুটবল অনুরাগী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কি আর সাধে ফেসবুকে লিখেছেন, ‌‘ইউরোর এই দুইটা ম্যাচ মনে হয় ফুটবল ইতিহাসের সেরা ম্যাচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাবে।’

কাল প্রথম খেলায় কোপেনহেগেন মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া-স্পেন। স্প্যানিশ ডিফেন্ডার পেদ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পাবলো সারাবিয়ার গোলে সমতায় ফেরে স্প্যানিশরা। এরপর সিজার আজপিলিকুয়েতা ও ফেরান তরেসের গোলে স্প্যানিশরা ৩-১ গোলে এগিয়ে ছিল ঠিকই । তারপরও যেন ‘শেষ হয়েও হলো না শেষ!’ ম্যাচের শেষের দিকে মিসলাভ ওরসিক ও মারিও পাসালিচের গোলে আবারও সমতায় ফেরে ক্রোয়াটরা। অতিরিক্ত সময়ে আলভারো মোরাতা ও মিকেল ওইরজাবালের গোলে ৫-৩ গোলে গত বিশ্বকাপের রানার্সআপদের বিদায় করেন লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত এনরিকে। স্প্যানিশ কোচ বলেছেন, ‘ম্যাচের শেষটা ছিল আসলেই দুর্দান্ত। খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে এমন ম্যাচ আগেও অনেক দেখেছি। তবে কালকের ম্যাচ আমার জীবনের অন্যতম সেরা একটি ম্যাচ। ম্যাচের প্রতিটা মুহূর্তই উপভোগ্য ছিল।’

কিলিয়ান এমবাপ্পেদের হতাশ করে এভাবেই উল্লাসে মাতে সুইস ডাগআউটবুখারেস্টে অন্য ম্যাচে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হয় সুইজারল্যান্ড।এ ম্যাচটি ক্রোয়েশিয়া-স্পেন ম্যাচের চেয়ে ছিল আরও রোমাঞ্চকর। প্রথমে হারিস সেফারোভিচের গোলে সুইসরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার জোড়া গোল আর পল পগবার দূরপাল্লার শটে ৩-১ গোলে এগিয়ে ছিল ফ্রান্স। শেষের দিকে সুইসদের জোড়া আঘাতে ৩-৩ সমতায় ফেরে ম্যাচ।

অতিরিক্ত সময়ে নিষ্পত্তি না হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেই ম্যাচ হেরে যায় ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পের শট সুইস গোলরক্ষক ইয়ান সোমার ঠেকিয়ে দিলে পুরো সুইস ডাগআউট উল্লাসে মেতে ওঠে।  ম্যাচ শেষে গোলরক্ষক সোমারকে প্রশংসায় ভাসান সুইস অধিনায়ক গ্রানিত শাকা, ‘আজকের জয়ের নায়ক সোমার। শুধু সোমারই নয়, পুরো দলই দুর্দান্ত খেলেছে। পিছিয়ে থেকে যেভাবে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতেছি, সত্যিই অসাধারণ।’

ম্যাচ শেষে অবশ্য সান্ত্বনা খুঁজে পেয়েছেন ফরাসি অধিনায়ক ও গোলরক্ষক হুগো লরিস। বলেছেন, ‘আমরা ভালোই খেলেছিলাম। তবে শেষের দিকে জোড়া গোলটাই ম্যাচের মোড় বদলে দিয়েছে।’

যেহেতু নকআউট পর্ব, ম্যাচের একটি দলকে তো বিদায় নিতেই হবে। জয়-পরাজয় ছাপিয়ে কাল রাতটা চরম উপভোগ্য ছিল ফুটবলপ্রেমীদের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত