Ajker Patrika

সংশয়ে মেসিদের চীন সফর

ক্রীড়া ডেস্ক
সংশয়ে মেসিদের চীন সফর

আর্জেন্টিনার চীন সফরের সূচি প্রকাশের ১৫ দিনও হয়নি এখনো। কিন্তু সেই সফর নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাতিল করার ঘোষণাও দিয়েছে চীনের হাংজু স্পোর্টস ব্যুরো। 

আরেক প্রতিপক্ষ আইরভরিকোস্টের বিপক্ষে ম্যাচটি হবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। এই দুই দলের বিপক্ষেই চীনে ২০২৪ কোপা আমেরিকার প্রস্তুতি সেরে নেওয়ার কথা লিওনেল মেসিদের। ম্যাচ দুটি হওয়ার কথা ১৮ মার্চ ও ২৬ মার্চ। প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। আর দ্বিতীয় ম্যাচ আইভরিকোস্টের বিপক্ষে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। 

চীন সফর বাতিল হওয়ার শঙ্কা জেগেছে মূলত সম্প্রতি হংকংয়ে ইন্টার মায়ামির প্রীতি ম্যাচ খেলা নিয়ে। সফরের মূল আকর্ষণ যিনি ছিলেন সেই মেসি যে মাঠে নামেননি। অষ্টম ব্যালন ডি অরজয়ী ম্যাচে না খেলায় সমর্থকদের সঙ্গে ক্ষুব্ধ হয়েছে হংকং সরকারও। পরে অবশ্য সংবাদ সম্মেলন করে না খেলার ব্যাখ্যা দিয়েছেন মেসি। সঙ্গে ক্ষমাও চেয়েছেন তিনি। 

তাতেও অবশ্য মন গলেনি হংকং সমর্থকদের। কারণটা হলো হংকংয়ে না খেললেও জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে খেলেছেন মেসি। যার কারণে আরও খেপেছেন সমর্থকেরা।

নিজেদের বিবৃতিতে হাংজু স্পোর্টস ব্যুরো লিখেছে, ‘বাণিজ্যিক ইভেন্ট হিসেবে একটি কোম্পানি এবং আর্জেন্টিনা ফুটবল দল সম্মত হয়েছিল হাংজুতে মার্চে একটি প্রীতি ম্যাচ খেলবে। বিষয়গুলো সবারই জানা, কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনেছি, প্রীতি ম্যাচ আয়োজনের মতো পরিস্থিতি নেই। যে কারণে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত