ক্রীড়া ডেস্ক
গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।
সপ্তাহখানেক আগে হজসনের বরখাস্ত হওয়ার কথাবার্তা চলছিল। কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে চাকরি ছাড়ার কথা জানানোর কথা ৭৬ বছর বয়সী ইংলিশ কোচের। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেটি আর হয়নি। তবে গত রাতে চাকরি ছেড়েছেন হজসন।
চাকরি অবশ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। এই মৌসুমে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১৫তম স্থানে ক্রিস্টাল প্যালেস। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। শিষ্যদের এমন বাজে পারফরম্যান্সের কারণে কোপটা পড়ল হজসনের ঘাড়ে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্যালেসে এসেছিলেন তিনি। এর আগে এই অভিজ্ঞ কোচ সেলহার্স্ট পার্কে ছিলেন ২০১৭-২১ পর্যন্ত।
হজসনকে ছাড়াই গত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে প্যালেস। অবশ্য খুব শিগগিরই জার্মান ক্লাব এনট্রাখট ফাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের অধীনে খেলবে তারা। ৪৯ বছর বয়সী অস্ট্রিয়ানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে প্যালেস।
গত রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। মাত্র তিন মাস নেপলসে টিকতে পারলেন এই ইতালিয়ান। তাঁর পরিবর্তে নাপোলির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।
গত নভেম্বরে নাপোলিতে রুদি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। আর দায়িত্ব হারালেন দলকে ৯ নম্বরে অবস্থানে রেখে। এ মৌসুম পর্যন্ত কালজোনার সঙ্গে চুক্তি করেছে নাপোলি। এর আগে ৫৫ বছর বয়সী এই কোচ ক্লাবটিতে মাউরিজিও সারি ও লুসিয়ানো স্পেলেত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের আগস্টে স্লোভাকিয়ার দায়িত্ব নেন কালজোনা। দেশকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও টিকিট এনে দেন তিনি।
গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।
সপ্তাহখানেক আগে হজসনের বরখাস্ত হওয়ার কথাবার্তা চলছিল। কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে চাকরি ছাড়ার কথা জানানোর কথা ৭৬ বছর বয়সী ইংলিশ কোচের। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেটি আর হয়নি। তবে গত রাতে চাকরি ছেড়েছেন হজসন।
চাকরি অবশ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। এই মৌসুমে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১৫তম স্থানে ক্রিস্টাল প্যালেস। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। শিষ্যদের এমন বাজে পারফরম্যান্সের কারণে কোপটা পড়ল হজসনের ঘাড়ে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্যালেসে এসেছিলেন তিনি। এর আগে এই অভিজ্ঞ কোচ সেলহার্স্ট পার্কে ছিলেন ২০১৭-২১ পর্যন্ত।
হজসনকে ছাড়াই গত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে প্যালেস। অবশ্য খুব শিগগিরই জার্মান ক্লাব এনট্রাখট ফাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের অধীনে খেলবে তারা। ৪৯ বছর বয়সী অস্ট্রিয়ানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে প্যালেস।
গত রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। মাত্র তিন মাস নেপলসে টিকতে পারলেন এই ইতালিয়ান। তাঁর পরিবর্তে নাপোলির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।
গত নভেম্বরে নাপোলিতে রুদি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। আর দায়িত্ব হারালেন দলকে ৯ নম্বরে অবস্থানে রেখে। এ মৌসুম পর্যন্ত কালজোনার সঙ্গে চুক্তি করেছে নাপোলি। এর আগে ৫৫ বছর বয়সী এই কোচ ক্লাবটিতে মাউরিজিও সারি ও লুসিয়ানো স্পেলেত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের আগস্টে স্লোভাকিয়ার দায়িত্ব নেন কালজোনা। দেশকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও টিকিট এনে দেন তিনি।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে