Ajker Patrika

ব্রাজিলের ফুটবলকে নিষেধাজ্ঞার হুমকি ফিফা ও কনমেবলের 

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের ফুটবলকে নিষেধাজ্ঞার হুমকি ফিফা ও কনমেবলের 

‘হেক্সা’ মিশনে এসে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ। এরপর থেকে ব্রাজিলের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। আগামী বিশ্বকাপের জন্য কনমেবল অঞ্চলের বাছাইপর্বেও ভালো অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে ব্রাজিল। জয় নেই গত চার ম্যাচে, তার মধ্যে শেষ তিন ম্যাচে হার। এমন কঠিন সময়ে আরো একটি দুঃসংবাদ শুনল সেলেসাওরা।

বড় শাস্তির মুখে পড়তে হতে পারে ব্রাজিলকে। ফুটবল ফেডারশনে রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে ব্রাজিল জাতীয় দল ও তাদের ক্লাবগুলোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

রিও ডি জেনেইরোর আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ ও তাঁর বোর্ডকে ছাঁটাই করার কারণে আবারও ফিফা ও কনমেবল চিঠি দিয়ে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে সিবিএফকে।

গত ৭ ডিসেম্বর অনিয়মের অভিযোগে ৩০ দিনের মধ্যে এদনালদোসহ পুরো বোর্ডকে পদ ছাড়ার নির্দেশ দেন আদালত। তবে এই নির্দেশের চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে গেলেও লাভ হয়নি তাঁর। আদালতের নির্দেশের পর সিবিএফের কাছে এই বিষয়ের ব্যাখ্যা চায় ফিফা ও কনমেবল। তবে সিবিএফ কোনো উত্তর দেয়নি। যার কারণে নতুন করে আবার চিঠি পাঠাল ফিফা ও কনমেবল। 

সেই চিঠির কিছু অংশ প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো। গতকাল ফিফা চিফ মেম্বার্স অ্যাসোসিয়েশন অফিসার কেনি জঁ-মেরি ও কনমেবলের সহকারি সাধারণ সচিব মোনসেরাত হিমনেজ গার্সিয়ার স্বাক্ষর করা এই চিঠিতে লেখা, ‘ফিফা ও কনমবেল  জানাচ্ছে, কমিশন পাঠানোর আগ পর্যন্ত সিবিএফ এবং সেখানে নির্বাচন বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই নির্দেশ অমান্য করলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের বিবেচনায় দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। তাতে আসতে পারে নিষেধাজ্ঞাও। ফিফার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা সিবিএফ যদি নিষিদ্ধ হয় তবে তাৎক্ষণিকভাবে ফিফার সদস্যপদের সব রকম অধিকার হারাতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত