ক্রীড়া ডেস্ক
সর্বকালের সেরা ফুটবলার কে? এনিয়ে তর্কের শেষ নেই যেন। কদিন আগেও নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে দাবি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই মন্তব্য নিয়ে লিওনেল মেসি ভক্তরা কম বিদ্রুপ করেননি।
রোনালদোকে বেশ ভালোমতোই চেনেন আনহেল দি মারিয়া। রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন চার বছর (২০১০-২০১৪)। আবার মেসি তাঁর জাতীয় দলের সতীর্থ। দুজনের ক্যারিয়ারের শুরুটাও প্রায় একই সময়ে। সব বিবেচনায় সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় মেসিকেই সবার ওপরে রাখছেন দি মারিয়া। রোনালদোর স্বঘোষিত স্বীকৃতি সম্পর্কেও অবগত তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘(রোনালদোর মন্তব্য নিয়ে) আমি অবাক নই। তার সঙ্গে আমি চার বছর ছিলাম। সে সবসময়ই এমন ছিল, সবসময়ই এমন কথা বলত, সবসময়ই চেষ্টা করেছে সেরা হওয়ার। কিন্তু সে ভুল প্রজন্মে জন্ম নিয়েছে। কেননা সেই প্রজন্মেই আরেকজন জাদুর লাঠির ছোঁয়া নিয়ে জন্ম নিয়েছে।’
দি মারিয়া আরও বলেন, ‘বাস্তবতা আসলে পরিসংখ্যানেই ফুটে ওঠে। একজনের (মেসি) আটটি ব্যালন ডি’অর আছে, তো আরেকজনের (রোনালদো) পাঁচটি। খুব বড় পার্থক্য রয়েছে এখানে। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতাও বড় পার্থক্য তৈরি করে দিয়েছে। এছাড়া আরও অনেক পার্থক্য রয়েছে। রোনালদো সবসময়ই এমন মন্তব্য করে। কিন্তু আমার কাছে মেসি নিঃসন্দেহে বিশ্বের এবং ইতিহাসের সেরা ফুটবলার।’
গত বছর কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন দি মারিয়া৷ তবে ছাড়েননি ক্লাব ফুটবল। বর্তমান রোনালদোর দেশের (পর্তুগাল) ক্লাব বেনফিকার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সাক্ষাৎকারও দিয়েছেন বেনফিকার ক্যাম্পে বসেই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৪ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন ৩৬ বছর বয়সী এই উইঙ্গার।
সর্বকালের সেরা ফুটবলার কে? এনিয়ে তর্কের শেষ নেই যেন। কদিন আগেও নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে দাবি করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই মন্তব্য নিয়ে লিওনেল মেসি ভক্তরা কম বিদ্রুপ করেননি।
রোনালদোকে বেশ ভালোমতোই চেনেন আনহেল দি মারিয়া। রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন চার বছর (২০১০-২০১৪)। আবার মেসি তাঁর জাতীয় দলের সতীর্থ। দুজনের ক্যারিয়ারের শুরুটাও প্রায় একই সময়ে। সব বিবেচনায় সর্বকালের সেরা ফুটবলারের তালিকায় মেসিকেই সবার ওপরে রাখছেন দি মারিয়া। রোনালদোর স্বঘোষিত স্বীকৃতি সম্পর্কেও অবগত তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবেকে দেওয়া সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘(রোনালদোর মন্তব্য নিয়ে) আমি অবাক নই। তার সঙ্গে আমি চার বছর ছিলাম। সে সবসময়ই এমন ছিল, সবসময়ই এমন কথা বলত, সবসময়ই চেষ্টা করেছে সেরা হওয়ার। কিন্তু সে ভুল প্রজন্মে জন্ম নিয়েছে। কেননা সেই প্রজন্মেই আরেকজন জাদুর লাঠির ছোঁয়া নিয়ে জন্ম নিয়েছে।’
দি মারিয়া আরও বলেন, ‘বাস্তবতা আসলে পরিসংখ্যানেই ফুটে ওঠে। একজনের (মেসি) আটটি ব্যালন ডি’অর আছে, তো আরেকজনের (রোনালদো) পাঁচটি। খুব বড় পার্থক্য রয়েছে এখানে। বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জেতাও বড় পার্থক্য তৈরি করে দিয়েছে। এছাড়া আরও অনেক পার্থক্য রয়েছে। রোনালদো সবসময়ই এমন মন্তব্য করে। কিন্তু আমার কাছে মেসি নিঃসন্দেহে বিশ্বের এবং ইতিহাসের সেরা ফুটবলার।’
গত বছর কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন দি মারিয়া৷ তবে ছাড়েননি ক্লাব ফুটবল। বর্তমান রোনালদোর দেশের (পর্তুগাল) ক্লাব বেনফিকার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সাক্ষাৎকারও দিয়েছেন বেনফিকার ক্যাম্পে বসেই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ১৪ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন ৩৬ বছর বয়সী এই উইঙ্গার।
১২ নম্বরে ব্যাটিং করার সুযোগ সবসময় আসে না। কারণ, ক্রিকেট তো ১১ জনের খেলা। কিন্তু কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই সুযোগ আসে পাকিস্তানের
৭ ঘণ্টা আগেহ্যামস্ট্রিং চোটের কারণে কাই হাভার্টজের মৌসুম শেষ হয়েছে আগেই। গাব্রিয়েল মার্তিনেল্লিকেও ছিটকে যেতে হয়েছিল এক মাসের জন্য। ১০১ দিন বাইরে থাকার গতকাল ফুলহ্যামের বিপক্ষে মাঠে ফেরেন বুকায়ো সাকা। কিন্তু সেই ম্যাচেই আরও এক ধাক্কা খেল আর্সেনাল। এবার ছিটকে গেলেন রক্ষণের অন্যতম ভরসা গাব্রিয়েল মাগালায়েস। চোটের
৭ ঘণ্টা আগেদারুণ ছন্দে আছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডাফি।
১১ ঘণ্টা আগেক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম মেজর শিরোপা পায় মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সেই শিরোপা জয়ের পর সামাজিক মাধ্যম, গণমাধ্যম—সব জায়গাতেই বাংলাদেশের নারী ক্রিকেটারদের বন্দনা করা হয়। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেছে দলটি।
১২ ঘণ্টা আগে