ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত এক সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। এমন শুরু প্রিয় ক্লাব বার্সেলোনাতেও পাননি আর্জেন্টাইন অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে অভিষেকে গোল। পরে টানা সাত ম্যাচে গোলের নজিরও গড়েন তিনি।
এমন দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপাও জিতিয়েছেন মেসি। লিগস কাপের শিরোপার পর আরেকটি যুক্ত হতে পারে ২৭ সেপ্টেম্বর তাঁর ও ক্লাবের ক্যাবিনেটে। এই শিরোপা যোগ হওয়ার আগে অবশ্য প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।
মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
৬০ মিনিটে যখন মেসি বদলি নামলেন তখন ১–০ গোলে এগিয়ে ছিল মায়ামি। পরে শেষ মুহূর্তে স্কোরটি দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। এতে করে প্রথমবারের মতো কোনো ক্লাবের হয়ে লিগে অভিষেকে গোল পান তিনি। গোলটিও ছিল দেখার মতো। ফিনিশিংয়ের সময় ফাঁকা গোলবার পেলেও গোলের আক্রমণ সাজানোর মুহূর্তটা ছিল অপূর্ব। প্রতিপক্ষের ডি বক্সের সামনে থেকে সার্জিও বুসকেতস পাস দেন জর্দি আলবাকে। স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার সিজার কিকে বল দেন মেসিকে। বল পেয়ে দুজন ডিফেন্ডারকে শরীরের মোচড়ে বোকা বানিয়ে বুটের মাথার ওপর ভাগ দিয়ে পাস দেন বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। ক্রিমাশ্চি ফিরতি পাস দিলে আলতো টোকায় বলকে জালে জড়ান বার্সেলোনা কিংবদন্তি।
মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন।
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
১ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
২ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে