Ajker Patrika

ফুটবলাররাও কাছে চান আলোচিত সেই মডেলকে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১০: ০১
ফুটবলাররাও কাছে চান আলোচিত সেই মডেলকে

ক্রোয়েশিয়া বিশ্বকাপে জিতলে নগ্ন হয়ে হাঁটবেন বলে ঘোষণা দিয়েছিলেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল। ক্রোয়াটদের শিরোপার স্বপ্ন সেমিতেই থামিয়ে দিয়েছে আর্জেন্টিনা। তাই অপূর্ণই রয়ে গেল ইভানার প্রতিশ্রুতি। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ জিততে না দেখলেও ছোট পোশাকে ঠিকই নিজে বিশ্বজয় করেছেন ইভানা।

কাতার বিশ্বকাপে সেমিফাইনালসহ সব ম্যাচেই মাঠে এসে ক্রোয়েশিয়াকে সমর্থন দিয়েছেন ২৬ বছর বয়সী ইভানা। দেশের পতাকার নকশা খচিত স্বল্প পোশাকে প্রতি ম্যাচেই হয়েছেন আলোকচিত্রীদের ফোকাসের বিষয়। কাতারের কঠিন আইনও থামাতে পারেনি তাকে। মাঠে ঢোকার সময় নিরাপত্তাকর্মীদের বাধা পেলেও লাস্যময়ী হাসিতে জয় করেছেন মাঠে উপস্থিত দর্শকদের। এবারের বিশ্বকাপে পরিচিতি পেয়েছেন ‘হটেস্ট ফ্যান’ হিসেবে।

কাতারে আসার পর ইনস্টাগ্রামে হুহু করে অনুসারী সংখ্যা বেড়েছে ইভানার। প্রতিদিন গড়ে ২ লাখ মানুষ অনুসরণ করেছেন তাঁকে। মাঠে উপস্থিত দর্শকেরা চাইলেই তার সঙ্গে সেলফি তুলতে পেরেছেন। পেয়েছেন ডজনখানেক বিয়ের প্রস্তাবও। সেই প্রস্তাবকারীদের মধ্যে নাকি ফুটবলাররাও আছেন বলে জানালেন ইভানা! 

তাই বলে নিজেকে ‘সহজলভ্য নারী’ বলতেও রাজি নন ইভানা। আর্জেন্টিনা ম্যাচের পর বিশ্বকাপের ‘হটেস্ট ফ্যান’ বলেছেন, ‘আমি এখানে শুধু মজা করতে এসেছি। আমি দেখতে সুন্দরী, এই কারণেই হয়তো অনেকে আমাকে পছন্দ করে। বিশ্বকাপে খেলা অনেক ফুটবলার আমাকে ইনস্টাগ্রামে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি কারও সঙ্গে দেখা করতে আগ্রহী নই। আমি কাতারে এসেছি শুধু মানুষের মুখে হাসি ফোটাতে।’ 

ইনস্টাগ্রামে এখন ২৭ লাখ মানুষ অনুসরণ করছেন ইভানাকে। লুসাইল স্টেডিয়ামে গতকাল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের ৪ ঘণ্টা আগে মাঠে এসেছেন। ছবি তুলেছেন ভক্তদের সঙ্গে। অভিযোগ আছে এদের অনেকেই শুধু ইভানার পোশাকের ছবি তুলেছেন। কোনো সমালোচনাকেই পাত্তা দিচ্ছেন না ক্রোয়াট মডেল। জানিয়েছেন শনিবার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও মাঠে দেখা যাবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত