ক্রীড়া ডেস্ক
৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
সময়টা দারুণ যাচ্ছে নাঈম শেখের। গত কয়েক মাসে তিন সংস্করণেই দারুণ ছন্দে এই বাঁহাতি ব্যাটার। নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক, গত ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহক। সবশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বো
১১ মিনিট আগেএক ম্যাচ হাতে রেখেই মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জিতল শেলটেক ক্রিকেট একাডেমি। আজ খেলাঘর সমাজকল্যাণ সমিতির বিপক্ষে ৪ উইকেটে জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১ ঘণ্টা আগেআইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ড মানেই যেন ভারতের বিভীষিকা। ২০০০ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল—নিউজিল্যান্ডের দুটি শিরোপাই এসেছে ভারতকে কাঁদিয়ে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রোহিত শর্মার ভারত নেমেছে পুরোনো হারের বদলা নিতে।
২ ঘণ্টা আগেদেশের চারটি ক্রীড়া স্থাপনার নামে বদল এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হওয়া ৬ বছরের শিশু রিয়া গোপের নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আজ এই স্থাপনার নতুন নাম
২ ঘণ্টা আগে