ক্রীড়া ডেস্ক
৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
৭ নভেম্বর ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। চোটে পড়ার পরও তালিকায় নাম ছিল জিওভানি লো সেলসোরও। বিশ্বকাপে এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় জেনে-বুঝে প্রাথমিক তালিকায় রেখেছিলেন স্কালোনি। আজ আর্জেন্টাইন কোচের সেই আশায় গুড়ে বালি।
স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, বিশ্বকাপ শেষ লো সেলসোর। ভিয়ারিয়ালের এই সংবাদ আলবিসেলেস্তাদের জন্য খুবই সংবেদনশীল ও বেদনাদায়ক। প্রথমবারের মতো ২০১৮ সালের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে সতীর্থ ক্রিশ্চিয়ান আনসালদির মতো কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনিও। এবারের বিশ্বকাপের একাদশে তাঁর খেলার সম্ভাবনা ছিল শতভাগ। কিন্তু এবার নিয়তির কাছে হার মানতে হলো তাঁকে।
অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই লো সেলসো জেনেছিলেন তাঁর বিশ্বকাপ অনেকটা অনিশ্চিত। কেননা, সে সময়ই জানা গিয়েছিল তাঁর পায়ে অস্ত্রোপচার লাগবে। তবু আশায় বুক বেঁধে ছিলেন তিনি অস্ত্রোপচার না করে বিশ্বকাপে খেলার। টটেনহামের এই মিডফিল্ডারের সেই আশা আর পূরণ হলো না। ধারে ভিয়ারিয়ালে খেলতে আসা তারকা ফুটবলারের পায়ে অস্ত্রোপচারই করতে হবে।
লো সেলসোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর পরিবর্তে দলের একাদশে সুযোগ পেতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ ও এজেকিয়েল পালাসিওসের মধ্যে একজন। প্রাথমিক দল ঘোষণার সময় স্কালোনি জানিয়েছিলেন, লো সেলসোর জায়গা পূরণ করা কঠিন হবে। তিনি বলেছিলেন, ‘সংখ্যার দিক থেকে অনেকে থাকলেও, ফুটবলের দিক থেকে নয়।’
২০ নভেম্বর বিশ্বাকাপ শুরুর এক দিন পরই আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ এই গ্রুপের বাকি দুই দল মেক্সিকো ও পোল্যান্ড।
শেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো।
২২ মিনিট আগেব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
২ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৩ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৪ ঘণ্টা আগে