অবসর নিচ্ছেন বোনুচ্চি, এক বছরের মধ্যে অবামেয়াংয়ের মত পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

অবশেষে অবসর নিচ্ছেন লিওনার্দো বোনুচ্চি। আগামী মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখছেন ইতালি ও জুভেন্টাস অধিনায়ক। তবে ইউটার্ন নিয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন চেলসি তারকা। 

গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগটি দিয়ে জুভেন্টাসের হয়ে ৫০০ তম ম্যাচ খেলতে নামেন বোনুচ্চি। ৩৬ বছর বয়সী ডিফেন্ডার তুরিনের বুড়িদের হয়ে দুই মেয়াদে আটটি সিরি ‘আ’ জিতেছেন। ইতালির হয়ে ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডকে হারিয়ে জিতেছেন ইউরো কাপ। 

অবসরের ভাবনাটা বোনুচ্চি জানিয়েছেন জুভেন্টাসের ইউটিউব চ্যানেলে। বুটজোড়া তুলে রাখার ব্যাপারে তিনি বলেছেন, ‘যখন আগামী বছরে আমি খেলা থামাব, এটা হবে এক রক্ষণাত্মক যুগের সমাপ্তি।’ 

আগামী মৌসুম পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন বোনুচ্চি। ২০০৫ সালে ইন্টার মিলানের হয়ে ক্যারিয়ার শুরু তাঁর। ২০০৫-০৬ মৌসুমে জেতেন প্রথম সিরি ‘আ’। ২০১০ সালে তুরিনে আসার আগে তিনি ট্রেভিসো, পিসা, জেনোয়া ও বারিতে কাটিয়েছেন। বোনুচ্চির ইতালির জার্সিতে অভিষেক হয় ২০১০ সালের মার্চে। চার বছর আগে আজ্জুরিদের নেতৃত্ব পান তিনি। ইতালির হয়ে দুটি বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি। মোট খেলেছেন ১২০ ম্যাচ। 

বোনুচ্চি অবসরের ভাবনা জানালেও উল্টো পথে হাঁটছেন অবামেয়াং। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার এক বছরের মাথায় মত পরিবর্তন করেছেন তিনি। গ্যাবনের হয়ে পুনরায় খেলার ইচ্ছে জানিয়েছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। 

 ২০২২ সালে মে মাসে জাতীয় দল থেকে অবসর নেন অবামেয়াং। দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। ৬৮ ম্যাচে করেছেন ২৮ গোল। আর্সেনাল ও বার্সেলোনার সাবেক তারকা আবারও জাতীয় দলে ফেরার প্রসঙ্গে জানিয়েছেন, গ্যাবনের প্রেসিডেন্ট আলি বঙ্গ ওন্দিম্বার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত