ক্রীড়া ডেস্ক
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৬ বছর বয়সেও রোনালদো যেভাবে একের পর এক রেকর্ড গড়ছেন, তা অবিশ্বাস্য! নিজেকে আর নতুন করে প্রমাণের কিছু বাকি নেই এই পর্তুগিজ উইঙ্গারের। এখন লক্ষ্য শুধু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। আজ বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল শুরু করছে শিরোপা ধরে রাখার মিশন। আর এই ম্যাচে রোনালদোর সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।
২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে ২০ বছর বয়সে ইউরোতে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত খেলে ফেলেছেন চার-চারটি ইউরো। রোনালদোসহ ১৭ জন খেলোয়াড় খেলেছেন চারটি ইউরো। আজ মাঠে নামলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন, প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড করবেন সি আর সেভেন।
২০০৪ সালে ইউরোর প্রথম ম্যাচেই গোল করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৯ গোল করে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ তারকা। রোনালদো তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ৭টি করে গোল করেছেন লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে। হাঙ্গেরির বিপক্ষে এখন পর্যন্ত করেছেন ৪টি গোল। আজ ৪ গোল করলে হাঙ্গেরির বিপক্ষে গোল হবে ৮টি, এটি তাঁর ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গোল। একই সঙ্গে রোনালদোর এক ইউরো মৌসুমে সর্বোচ্চ গোলও হয়ে যাবে। যেখানে ২০১২ সালে ৩ গোল করেছিলেন সিআর সেভেন।
২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত চার ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। আর প্রত্যেক মৌসুমের মূলপর্বে রোনালদো গোল করেছেন। আজকের ম্যাচে গোল করলে ফুটবলার হিসেবে পাঁচ মৌসুমের মূল পর্বে গোল করা একমাত্র গোলদাতা হবেন সি আর সেভেন।
ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বয়স যেন শুধুই একটি সংখ্যা। ৩৬ বছর বয়সেও রোনালদো যেভাবে একের পর এক রেকর্ড গড়ছেন, তা অবিশ্বাস্য! নিজেকে আর নতুন করে প্রমাণের কিছু বাকি নেই এই পর্তুগিজ উইঙ্গারের। এখন লক্ষ্য শুধু নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়া। আজ বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগাল শুরু করছে শিরোপা ধরে রাখার মিশন। আর এই ম্যাচে রোনালদোর সামনে রয়েছে একাধিক রেকর্ড গড়ার সুযোগ।
২০০৪ সালের ১২ জুন গ্রিসের বিপক্ষে ২০ বছর বয়সে ইউরোতে অভিষেক হয় রোনালদোর। এখন পর্যন্ত খেলে ফেলেছেন চার-চারটি ইউরো। রোনালদোসহ ১৭ জন খেলোয়াড় খেলেছেন চারটি ইউরো। আজ মাঠে নামলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন, প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ইউরো খেলার রেকর্ড করবেন সি আর সেভেন।
২০০৪ সালে ইউরোর প্রথম ম্যাচেই গোল করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচে ৯ গোল করে ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজ গোল করলেই ইউরোতে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে নয়টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইউরোতে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক করতে পারেননি পর্তুগিজ তারকা। রোনালদো তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ ৭টি করে গোল করেছেন লিথুয়ানিয়া ও সুইডেনের বিপক্ষে। হাঙ্গেরির বিপক্ষে এখন পর্যন্ত করেছেন ৪টি গোল। আজ ৪ গোল করলে হাঙ্গেরির বিপক্ষে গোল হবে ৮টি, এটি তাঁর ক্যারিয়ারে কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ গোল। একই সঙ্গে রোনালদোর এক ইউরো মৌসুমে সর্বোচ্চ গোলও হয়ে যাবে। যেখানে ২০১২ সালে ৩ গোল করেছিলেন সিআর সেভেন।
২০০৪ থেকে ২০১৬ পর্যন্ত চার ইউরোতে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন রোনালদো। ২০০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি পর্তুগিজ উইঙ্গারের। আর প্রত্যেক মৌসুমের মূলপর্বে রোনালদো গোল করেছেন। আজকের ম্যাচে গোল করলে ফুটবলার হিসেবে পাঁচ মৌসুমের মূল পর্বে গোল করা একমাত্র গোলদাতা হবেন সি আর সেভেন।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে