ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ স্মরণীয় অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে সেই ম্যাচে জিততে না পারলেও বাংলাদেশ দাপট দেখিয়ে খেলেছিল। আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়ানো হামজা ছন্দটা ধরে রেখেছেন ইংল্যান্ডে ফিরে তাঁর ক্লাব শেফিল্ড ইউনাইটেডেও।
ব্রামাল লেনে গত রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কভেন্ট্রি-শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে শেফিল্ডের শুরুর একাদশে থেকে ৮৯ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছেন হামজা। কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে হামজার দল এখন চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে।
ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে শেফিল্ড। ১৯ মিনিটে গুস্তাভো হ্যামার ফ্রি-কিকে গোল করে এগিয়ে যেন দলকে। শেফিল্ডের আক্রমণে খেই হারানো কভেন্ট্রি দ্রুতই আরেকটি গোল হজম করে। ৩০ মিনিটে শেফিল্ডের দ্বিতীয় গোল করেন দলটির স্ট্রাইকার টাইরেসে ক্যাম্পবেল। তাঁকে অ্যাসিস্ট করেন শেফিল্ড ডিফেন্ডার ফেমি সেরিকি।
২-০ গোলে প্রথমার্ধ শেষ করা শেফিল্ড দ্বিতীয়ার্ধে দ্রুত তৃতীয় গোলের দেখা পায়। ৬২ মিনিটে বেন ব্রেরেটন ডিয়াজের অ্যাসিস্টে গোল করেন শেফিল্ড স্ট্রাইকার রিয়ান ব্রেওয়েস্টার। ৩-০ গোলে এগিয়ে থাকা শেফিল্ডের জয় যখন সময়ের অপেক্ষা মাত্র, তখন ব্যবধান কমায় কভেন্ট্রি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করেন কভেন্ট্রির মিডফিল্ডার জ্যাক রুদোনি। তিনি ৬৩ মিনিটে কভেন্ট্রির আরেক মিডফিল্ডার ভিক্টর টর্পের পরিবর্তে নামেন।
শেফিল্ডের দলে গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি দারুণ ট্যাকলও করেছেন হামজা। ৮৯ মিনিটে তাঁকে (হামজা) বদলি করে নামেন শেফিল্ডের ডিফেন্ডার স্যাম ম্যাককালাম। বদলি হয়ে মাঠ ছাড়ার সময় হামজাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান দিয়েছেন ভক্ত-সমর্থকেরা। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করেছেন বাংলাদেশি এই ফুটবলার। তিনটি লং বলের দুটিতেই নিখুঁত ছিলেন তিনি।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। হামজার দল শেফিল্ড এরপর ৫ এপ্রিল খেলবে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে।
বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ স্মরণীয় অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে সেই ম্যাচে জিততে না পারলেও বাংলাদেশ দাপট দেখিয়ে খেলেছিল। আন্তর্জাতিক ফুটবলে আলো ছড়ানো হামজা ছন্দটা ধরে রেখেছেন ইংল্যান্ডে ফিরে তাঁর ক্লাব শেফিল্ড ইউনাইটেডেও।
ব্রামাল লেনে গত রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কভেন্ট্রি-শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে শেফিল্ডের শুরুর একাদশে থেকে ৮৯ মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলেছেন হামজা। কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে হামজার দল এখন চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে।
ঘরের মাঠ ব্রামাল লেনে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে শেফিল্ড। ১৯ মিনিটে গুস্তাভো হ্যামার ফ্রি-কিকে গোল করে এগিয়ে যেন দলকে। শেফিল্ডের আক্রমণে খেই হারানো কভেন্ট্রি দ্রুতই আরেকটি গোল হজম করে। ৩০ মিনিটে শেফিল্ডের দ্বিতীয় গোল করেন দলটির স্ট্রাইকার টাইরেসে ক্যাম্পবেল। তাঁকে অ্যাসিস্ট করেন শেফিল্ড ডিফেন্ডার ফেমি সেরিকি।
২-০ গোলে প্রথমার্ধ শেষ করা শেফিল্ড দ্বিতীয়ার্ধে দ্রুত তৃতীয় গোলের দেখা পায়। ৬২ মিনিটে বেন ব্রেরেটন ডিয়াজের অ্যাসিস্টে গোল করেন শেফিল্ড স্ট্রাইকার রিয়ান ব্রেওয়েস্টার। ৩-০ গোলে এগিয়ে থাকা শেফিল্ডের জয় যখন সময়ের অপেক্ষা মাত্র, তখন ব্যবধান কমায় কভেন্ট্রি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে সান্ত্বনাসূচক গোলটি করেন কভেন্ট্রির মিডফিল্ডার জ্যাক রুদোনি। তিনি ৬৩ মিনিটে কভেন্ট্রির আরেক মিডফিল্ডার ভিক্টর টর্পের পরিবর্তে নামেন।
শেফিল্ডের দলে গোল বানিয়ে দেওয়ার পাশাপাশি দারুণ ট্যাকলও করেছেন হামজা। ৮৯ মিনিটে তাঁকে (হামজা) বদলি করে নামেন শেফিল্ডের ডিফেন্ডার স্যাম ম্যাককালাম। বদলি হয়ে মাঠ ছাড়ার সময় হামজাকে দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান দিয়েছেন ভক্ত-সমর্থকেরা। ম্যাচে ৪৮ বার বল স্পর্শ করেছেন বাংলাদেশি এই ফুটবলার। তিনটি লং বলের দুটিতেই নিখুঁত ছিলেন তিনি।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। হামজার দল শেফিল্ড এরপর ৫ এপ্রিল খেলবে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে।
আসছে জুলাইয়ে বেয়াল্লিশ ছাড়িয়ে তেতাল্লিশে পা রাখবেন জেমস অ্যান্ডারসন। এ বয়সে এসেও ইংল্যান্ডের সাবেক এই পেসার মনে করেন, আরও দুই তিন বছরে খেলার সামর্থ্য আছে তাঁর।
৭ ঘণ্টা আগেবুন্দেসলিগায় সেন্ট পাউলির বিপক্ষে গত শনিবার গোল করেছেন হ্যারি কেইন। তাঁর এবং লে রয় সানের জোড়া গোলের সুবাদে বায়ার্ন ম্যাচটি জেতে ৩-২ গোলে। এই ম্যাচে একটা কীর্তি গড়েছেন হ্যারি কেইন, আর সে কীর্তিতে বায়ার্নের ইংলিশ এই স্ট্রাইকার পাশে বসে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার।
৮ ঘণ্টা আগেএফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
৯ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
১০ ঘণ্টা আগে