Ajker Patrika

নিলামে মেসি-বার্সার চুক্তির সেই ন্যাপকিন পেপার

ক্রীড়া ডেস্ক
নিলামে মেসি-বার্সার চুক্তির সেই ন্যাপকিন পেপার

সাধারণত খেলোয়াড়দের চুক্তি হয় সাদা কাগজেই। তবে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তির কাগজটা ছিল ভিন্ন। তবে দুই পক্ষের চুক্তির পেপারটা সাদা হলেও সেটা ছিল ন্যাপকিন। এত দিনে সেই চুক্তির গল্পটা কারও অজানা নয়।

তবে জানা গল্পটাই এবার সামনে আনা হয়েছে আরেক শিরোনামের কারণে। আর সেটা হচ্ছে ২৪ বছর আগে করা সেই চুক্তির ন্যাপকিন পেপার এবার নিলামে উঠতে যাচ্ছে। আগামী মার্চে নিলামে তোলা হবে।

নিলামে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের প্রথম চুক্তির ‘দলিল’ সংগ্রহে রাখতে চাইলে মোটা অঙ্কের টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ছাড়তে হবে। নিলামে তুলবে যে প্রতিষ্ঠান সেই ব্রিটিশ অকশন হাউস বোনাহামস ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ঠিক করেছে বাংলাদেশি টাকা প্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা।

ন্যাপকিন পেপার নিলামে তোলার বিষয়ে খুবই রোমাঞ্চ অনুভব করছেন ইয়ান এহলিং। বোনহামসের দুষ্প্রাপ্য বই ও পাণ্ডুলিপি বিভাগের প্রধান বলেছেন, ‘এখন পর্যন্ত নিলাম পরিচালনা করেছি, এমন জিনিসগুলোর মধ্যে এটি সবচেয়ে রোমাঞ্চকর। হ্যাঁ, এটি ন্যাপকিন পেপার। তবে এটা সেই বিখ্যাত ন্যাপকিন পেপার, যার মাধ্যমে লিওনেল মেসির ক্যারিয়ার শুরু হয়েছিল। এটা মেসির জীবন বদলে দিয়েছিল সঙ্গে বার্সার ভবিষ্যৎও। বিশ্বের কোটি কোটি সমর্থকদের চমৎকার মুহূর্ত উপহার দিতে এটি সহায়তা করেছে।’ 

বার্সার সঙ্গে ২০০০ সালে সেই চুক্তি হয়েছিল মেসির। তখন ১৩ বছরের বালক ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। সেপ্টেম্বরে বার্সেলোনায় ট্রায়াল দিতে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। ঘটনার ৩ মাস পরে তাঁর সঙ্গে চুক্তি করে বার্সা। চুক্তিতে লেখা ছিল, ‘২০০০ সালের ১৪ ডিসেম্বর, বার্সেলোনায় মেসার্স মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কের ভিত্তিতে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেছে।’ ন্যাপকিনটি এত দিন নিজের কাছে রেখে দিয়েছিলেন সে সময়কার এজেন্ট হোরাশিও গ্যাগিওলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত