ক্রীড়া ডেস্ক
ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলায় এমনটা কম চোখে পড়লেও ফুটবলে দেখা যায় দলের কোনো খেলোয়াড় বড় কিছু অর্জন করলে তাঁকে সম্মান জানানো হয়। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরেও এমনটি দেখা গেছে। ম্যানচেস্টার সিটি হুলিয়ান আলভারেজকে সম্মান দেখিয়েছে।
তেমনি আরও অনেক ক্লাবই বিশ্বজয়ী আর্জেন্টাইন খেলোয়াড়দের সম্মান দেখিয়েছে। তবে ব্যতিক্রম ছিল লিওনেল মেসির ক্ষেত্রে। যাঁর নেতৃত্বে দীর্ঘ তিন যুগের খরা কেটেছে আর্জেন্টিনার, সেই তিনিই বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে সম্মান পাননি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর জন্য এমন কোনো উদ্যোগই নেয়নি।
এ নিয়ে এত দিন কিছু না বললেও পিএসজি ছেড়ে যাওয়ার পর এবার মুখ খুলেছেন মেসি। তাঁর জাতীয় দলের সতীর্থরা নিজ নিজ ক্লাব থেকে সম্মান পেলেও কেন তিনি পাননি তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ইএসপিএনের মিগু গ্রানাদোসেককে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘আর্জেন্টিনার স্কোয়াডের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পায়নি। অবশ্য এটা বোধগম্যই ছিল... আমাদের (আর্জেন্টিনা) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’
এমন ঘটনার পরও মেসি প্যারিসে থাকার চিন্তা করেছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘এটা এমনই হয়েছে। যা আশা করেছিলাম তা হয়নি। তবে সব সময় বলি ঘটনা কোনো না কোনো কিছুর কারণে ঘটে। এমনকি সেখানে যদি ভালো না-ও থাকি, তবু এটি ঘটেছে। সেখানে থেকেই আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেসির চুক্তি আছে। এরপর তিনি অবসরের চিন্তা করেছেন কি না, জানতে চাইলে ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এটা (অবসর) নিয়ে ভাবিনি। এটা নিয়ে ভাবতেও চাই না। কারণ যা করি তা উপভোগ করতে চাই। ইউরোপ ছেড়ে এখানে এসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে চাই না।’
২০২৪ কোপা আমেরিকা যে খেলবেন, এটা আগেই জানিয়েছিলেন মেসি। এবারও তাই জানিয়েছেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি। না বলার পেছনে বয়স ও পারফরম্যান্সের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। মেসি বলেছেন, ‘কোপা আমেরিকা নিয়ে চিন্তা করেছি। কোপা আমেরিকা শেষে আমরা দেখব। এটা নির্ভর করবে কতটা স্বাচ্ছন্দ্য অনুভব করছি। দিন দিন ধরে দেখব কেমন লাগছে। বিশ্বকাপের এখনো তিন বছর বাকি রয়েছে। খেলার মান কমে যাচ্ছে কি না, সেদিকে তাকাই না। সব সময় থামি এবং খেলি। তবে বাস্তবতা হচ্ছে, আমার বয়স বাড়ছে। হাজারের মতো ম্যাচ খেলেছি এবং সময় কারও জন্য থেমে থাকছে না।’
ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলায় এমনটা কম চোখে পড়লেও ফুটবলে দেখা যায় দলের কোনো খেলোয়াড় বড় কিছু অর্জন করলে তাঁকে সম্মান জানানো হয়। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরেও এমনটি দেখা গেছে। ম্যানচেস্টার সিটি হুলিয়ান আলভারেজকে সম্মান দেখিয়েছে।
তেমনি আরও অনেক ক্লাবই বিশ্বজয়ী আর্জেন্টাইন খেলোয়াড়দের সম্মান দেখিয়েছে। তবে ব্যতিক্রম ছিল লিওনেল মেসির ক্ষেত্রে। যাঁর নেতৃত্বে দীর্ঘ তিন যুগের খরা কেটেছে আর্জেন্টিনার, সেই তিনিই বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে সম্মান পাননি। লিগ ওয়ান চ্যাম্পিয়নরা সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর জন্য এমন কোনো উদ্যোগই নেয়নি।
এ নিয়ে এত দিন কিছু না বললেও পিএসজি ছেড়ে যাওয়ার পর এবার মুখ খুলেছেন মেসি। তাঁর জাতীয় দলের সতীর্থরা নিজ নিজ ক্লাব থেকে সম্মান পেলেও কেন তিনি পাননি তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ইএসপিএনের মিগু গ্রানাদোসেককে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘আর্জেন্টিনার স্কোয়াডের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পায়নি। অবশ্য এটা বোধগম্যই ছিল... আমাদের (আর্জেন্টিনা) কারণে তারা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’
এমন ঘটনার পরও মেসি প্যারিসে থাকার চিন্তা করেছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘এটা এমনই হয়েছে। যা আশা করেছিলাম তা হয়নি। তবে সব সময় বলি ঘটনা কোনো না কোনো কিছুর কারণে ঘটে। এমনকি সেখানে যদি ভালো না-ও থাকি, তবু এটি ঘটেছে। সেখানে থেকেই আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি।’
ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেসির চুক্তি আছে। এরপর তিনি অবসরের চিন্তা করেছেন কি না, জানতে চাইলে ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘এটা (অবসর) নিয়ে ভাবিনি। এটা নিয়ে ভাবতেও চাই না। কারণ যা করি তা উপভোগ করতে চাই। ইউরোপ ছেড়ে এখানে এসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে চাই না।’
২০২৪ কোপা আমেরিকা যে খেলবেন, এটা আগেই জানিয়েছিলেন মেসি। এবারও তাই জানিয়েছেন তিনি। তবে ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি। না বলার পেছনে বয়স ও পারফরম্যান্সের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। মেসি বলেছেন, ‘কোপা আমেরিকা নিয়ে চিন্তা করেছি। কোপা আমেরিকা শেষে আমরা দেখব। এটা নির্ভর করবে কতটা স্বাচ্ছন্দ্য অনুভব করছি। দিন দিন ধরে দেখব কেমন লাগছে। বিশ্বকাপের এখনো তিন বছর বাকি রয়েছে। খেলার মান কমে যাচ্ছে কি না, সেদিকে তাকাই না। সব সময় থামি এবং খেলি। তবে বাস্তবতা হচ্ছে, আমার বয়স বাড়ছে। হাজারের মতো ম্যাচ খেলেছি এবং সময় কারও জন্য থেমে থাকছে না।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৩ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৬ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৬ ঘণ্টা আগে