Ajker Patrika

প্রথম ম্যাচেই বসুন্ধরা ‘বধ’ স্বাধীনতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ০৫
প্রথম ম্যাচেই বসুন্ধরা ‘বধ’ স্বাধীনতার

পেশাদার লিগে প্রথমবারের মতো খেলতে নেমেই ‘দৈত্য’ বধ করেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যাচেই ‘পুঁচকে’দের কাছে অঘটনের শিকার বর্তমান ও টানা লিগ শিরোপাজয়ী দল বসুন্ধরা কিংস।

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম। মাঠের জায়গায় জায়গায় উঠে গেছে ঘাস। ঘাসহীন, ছিলে যাওয়া মাঠে সময়-সময় হোঁচট খেলেন বসুন্ধরার খেলোয়াড়েরা। মাঠের পারফরম্যান্সের প্রভাব পড়ল ফলেও। নবাগত স্বাধীনতার কাছে ২-১ গোলে হেরে গেছে বসুন্ধরা।

মাঠ নিয়ে ফুটবল ও আর্চারি ফেডারেশনের দড়ি টানাটানির মধ্যেই আজ বিকেল ৩টায় শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে গড়ায় এ মৌসুমের প্রথম ম্যাচ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথম গোলটা স্বাধীনতার, পেনাল্টির কল্যাণে।

ম্যাচের ২২ মিনিটে বক্সের ভেতর আতিকুর রহমান ফাহাদের হাতে বল লাগলে মাঠের রেফারি আলমগীর এড়িয়ে গেলেও সহকারী রেফারি মনির ঢালি পতাকা তুলে পেনাল্টির অনুরোধ করেন। পরে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আলমগীর। স্পট কিকে জিকোকে পরাস্ত করে স্বাধীনতাকে এগিয়ে নেন বসনিয়ান নেডো তুর্কোভিজ।

৩৮ মিনিটে বসনিয়ান ফরোয়ার্ড স্টোয়ান ভ্রানিয়াসের নেওয়া নিচু ফ্রি-কিক ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক সারওয়ার জাহান। 

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান রবসনের কর্নারে লাফিয়ে উঠে হেড করেন খালেদ শাফি, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে ভালো খেলেও ১-০ গোলে পিছিয়ে থাকে বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস। স্বাধীনতার হয়ে গোল করেন রাসেল আহমেদ।

ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে বসুন্ধরা কিংস। ৪৮ মিনিটে স্টোয়ান ভ্রানিয়েসের ফ্রি-কিক ঝাঁপিয়ে রক্ষা করেন সারওয়ার জাহান।

৭৩ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বসুন্ধরা কিংস। বাম দিক থেকে ইয়াসিন আরাফাতের বাড়ানো বল থেকে বক্সের ভেতরে মাথা লাগিয়ে লক্ষ্যভেদ করেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তাতে শেষ রক্ষা হয়নি বসুন্ধরার। শিরোপা ধরে রাখার মিশনটা শুরু হয়েছে হোঁচট দিয়েই। ম্যাচ শেষে ফলটা মানতে পারলেন না বসুন্ধরা অধিনায়ক রবসন রবিনহো, তেড়ে গেলেন ম্যাচের রেফারি আলমগীর সরকারের দিকে। শেষে পুলিশ পাহারায় মাঠ ছেড়েছেন রেফারিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত