অনলাইন ডেস্ক
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। একই সাথে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল ৪৩ বছর পর পেল কাতালানদের বিপক্ষে টানা তিন জয়ের স্বাদ। লস ব্লাঙ্কস মৌসুমি বৃষ্টির মাঝে গতরাতে স্পেনের আলফার্দো ডি স্টিফানো স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম গোলটি করেন রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। ম্যাচের ১৪ মিনিটের মাথায় লুকাসের অ্যাসিস্টে দুর্দান্ত সাইড ফ্লিকে বল জড়ান প্রতিপক্ষের জালে। লা লিগার সাত ম্যাচে এটি তাঁর নবম গোল।
খেলার ২৭ মিনিটে টনি ক্রুসের ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় সের্জিনোর পিঠে লেগে জালের ঠিকানা খুঁজে নেয়। বার্সেলোনা শূন্য হলেও ২ গোলে পৌঁছে যায় জিদানবাহিনী।
বিরতির আগে এই ব্যবধান কমাতে পারেনি বার্সা। বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, ঝড়ো বাতাস। প্রতিকূল পরিবেশে প্রাণপণ চেষ্টায় ৬০ মিনিটের মাথায় গোলের দেখা পান কোম্যান শিষ্যরা। গোলটি এসেছে প্রথমবারের মতো এল ক্লাসিকো খেলতে নামা তরুণ ডিফেন্ডার মিনগেসার পা থেকে।
তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে মিনগেসাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ক্যাসেমিরোকে। যোগ করা সময়ে দশ জনের দলে পরিণত হয় রিয়াল। এই সময়ে ইলাইশের একটি শট ক্রসবারে বাঁধা পেয়ে ফিরে এলে আর সমতায় ফেরা হয়নি বার্সেলোনার।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠে রিয়াল শিবির।
জয়ের প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদান বলেন, ‘আমি খুব খুশি। আমরা খুব ভালোভাবেই খেলাটা শুরু করেছি। ম্যাচটা বেশ জটিল ছিল। তবে, জয়টাও প্রত্যাশিত ছিল।’
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে