ক্রীড়া ডেস্ক
জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য রোমাতে যোগ দিয়েছেন পাওলো দিবালা। রোমান গ্লাডিয়েটরদের হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার আগেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।
রোমার সঙ্গে চুক্তির পরের দিনই ইতালিতে জার্সি বিক্রির রেকর্ড গড়েছেন দিবালা। ভেঙে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ইতালিয়ান আউটলেট দেল্লো স্পোর্টের বরাতে বিজ্ঞপ্তিতে এমনটায় জানায় রোমা প্রেস।
গত বছর জুভেন্টাস ছাড়েন রোনালদো। এক বছর পর আক্রমণভাগের আরেক হাই-প্রোফাইল তারকাকে হারাল তুরিনের বুড়ি। তুরিন ছেড়ে রোমায় ফ্রি-এজেন্ট হিসেবে তিন বছরের চুক্তিতে হোসে মরিনহোর শিষ্যত্ব গ্রহণ করেছেন দিবালা। সাম্প্রতিক সময়ে ক্লাবটির সবচেয়ে বড় চুক্তি এটি। ২৮ বছর বয়সী তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রোমার সমর্থকেরা। হু-হু করে বাড়ছে দিবালার জার্সি বিক্রিও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় পর্তুগিজ উইঙ্গারের জার্সি বিক্রি করে বড় অঙ্কের অর্থ লাভ করেছিল ইতালিয়ান জায়ান্টরা। অবশ্য এবার কী পরিমাণ দিবালার জার্সি বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি রোমা। ভবিষ্যতেও এমন জার্সি বিক্রি অব্যাহত থাকবে মনে করছে ক্লাবটি।
রোনালদো-দিবালা দারুণ সময় কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১৮-২১ সাল পর্যন্ত দুজনে ছিলেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। এই তিন বছরে দুটি সিরি’আ, একটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তারা।
জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য রোমাতে যোগ দিয়েছেন পাওলো দিবালা। রোমান গ্লাডিয়েটরদের হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার আগেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।
রোমার সঙ্গে চুক্তির পরের দিনই ইতালিতে জার্সি বিক্রির রেকর্ড গড়েছেন দিবালা। ভেঙে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ইতালিয়ান আউটলেট দেল্লো স্পোর্টের বরাতে বিজ্ঞপ্তিতে এমনটায় জানায় রোমা প্রেস।
গত বছর জুভেন্টাস ছাড়েন রোনালদো। এক বছর পর আক্রমণভাগের আরেক হাই-প্রোফাইল তারকাকে হারাল তুরিনের বুড়ি। তুরিন ছেড়ে রোমায় ফ্রি-এজেন্ট হিসেবে তিন বছরের চুক্তিতে হোসে মরিনহোর শিষ্যত্ব গ্রহণ করেছেন দিবালা। সাম্প্রতিক সময়ে ক্লাবটির সবচেয়ে বড় চুক্তি এটি। ২৮ বছর বয়সী তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রোমার সমর্থকেরা। হু-হু করে বাড়ছে দিবালার জার্সি বিক্রিও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় পর্তুগিজ উইঙ্গারের জার্সি বিক্রি করে বড় অঙ্কের অর্থ লাভ করেছিল ইতালিয়ান জায়ান্টরা। অবশ্য এবার কী পরিমাণ দিবালার জার্সি বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি রোমা। ভবিষ্যতেও এমন জার্সি বিক্রি অব্যাহত থাকবে মনে করছে ক্লাবটি।
রোনালদো-দিবালা দারুণ সময় কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১৮-২১ সাল পর্যন্ত দুজনে ছিলেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। এই তিন বছরে দুটি সিরি’আ, একটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তারা।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৪ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে