কিংবদন্তি অধিনায়কের মৃত্যুতে পতাকা অর্ধ-নমিত করল লিভারপুল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫৭
Thumbnail image

চলে গেলেন লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক রন ইয়েটস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আজ খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

১৯৬২ সালে দ্বিতীয় বিভাগের শিরোপাজয়ী লিভারপুল দলের অংশ ছিলেন স্কটল্যান্ডের সাবেক ডিফেন্ডার ইয়েটস। এরপর ১৯৬৩-৬৪ ও ১৯৬৫-৬৬ মৌসুমে প্রথম বিভাগের শিরোপা জিতে নেয় অলরেডরা। সঙ্গে জেতে এফএ কাপ ও তিনবার চ্যারিটি শিল্ড। 

১৯৭১ সালে ট্রানমেরে রোভার্সে যোগ দেওয়ার আগে ইয়েটস লিভারপুলের জার্সিতে খেলেন ৪৫৪ ম্যাচ। তার মধ্যে অধিনায়কত্ব করেছেন ৪১৭ ম্যাচ। অ্যানফিল্ডে শুধু তাঁর চেয়ে বেশি অধিনায়কত্ব করেছেন স্টিভেন জেরার্ড—৪৭১ ম্যাচ। 

গত জানুয়ারিতে আলঝেইমার ধরা পড়েছিল ইয়েটসের। খেলোয়াড় ও চিফ স্কাউট হিসেবে দুই মেয়াদে ২৯ বছর লিভারপুলে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে লিভারপুলের বিবৃতি, ‘কিংবদন্তি সাবেক অধিনায়ক রন ইয়েটসের মৃত্যুতে লিভারপুল এফসি শোকার্ত। এমন দুঃখের সময়ে ক্লাবের সবাই রনের স্ত্রী অ্যান, তাঁর পুরো পরিবার ও বন্ধুদের পাশে আছে।’ 

ইয়েটসের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে অ্যানফিল্ডের লিভারপুলের অনুশীলন মাঠের পতাকা অর্ধ-নমিত করা হয়েছে। ইয়েটস স্কটিশদের হয়ে মাত্র দুটি (১৯৬৪ ও ১৯৬৫) ম্যাচ খেলেছেন। তিনি পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ডান্ডি ইউনাইটেডের হয়ে। ১৯৬১ সালে যোগ দেন লিভারপুলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত