ম্যাচের আগের দিন ভারতের কোচের বিস্ফোরক মন্তব্য

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৯: ০৫
Thumbnail image
সিডনি টেস্টের আগের দিন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দল এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ড্রেসিংরুমেও অশান্তি চলছে বলে খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের আগে বোমা ফাটালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হারের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের ড্রেসিংরুমে উত্তপ্ত পরিস্থিতির খবর প্রচার করেছিল ভারতীয় সংবাদমাধ্যমই। প্রধান কোচ গম্ভীর চিৎকার করেছেন বলে শোনা গেছে। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্টের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে ড্রেসিংরুমের পরিবেশ সম্পর্কে গম্ভীর কথা বলেছেন। প্রধান কোচ এ ব্যাপারে হালকা কৌশল অবলম্বন করেছেন। গম্ভীর বলেন, ‘কোচ ও খেলোয়াড়দের মধ্যে কী নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, সেটা ড্রেসিংরুমেই থাকা উচিত। একটু কড়া কথাবার্তা হয়েছে। সব প্রতিবেদন সত্যও না।’

ড্রেসিংরুমের পরিবেশ কীভাবে ভালো রাখা যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন গম্ভীর। সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ বলেন, ‘ড্রেসিংরুমে যত দিন সৎ লোক থাকবে ভারতীয় ক্রিকেট নিরাপদ থাকবে। পারফরম্যান্স থাকলেই ড্রেসিংরুমে ভালো পরিবেশ বজায় রাখা যাবে। সততা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সত্য কথা বলা হয়েছিল।’

৪ ম্যাচে ৩০ উইকেট নিয়ে এখনো পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরা। যশস্বী জয়সওয়াল করেছেন ২৫৯ রান। তবে দলের অধিনায়ক রোহিত শর্মা করেছেন ৩১ রান। বিরাট কোহলিও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসছেন বারবার। ক্রিকেটারদের কীভাবে খেলতে হবে, সে ব্যাপারে গম্ভীর বলেন, ‘দলে একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়। টিমের আদর্শগত ব্যাপারটাই এখানে মুখ্য। দল যা চায়, আপনাকে তেমনই খেলতে হবে। দলীয় খেলায় আপনার স্বাভাবিক খেলাটা আপনি খেলতে পারেন। তবে দলের যখন আপনাকে প্রয়োজন, তখন সেভাবেই খেলতে হবে।’

অস্ট্রেলিয়া আগেভাগেই পঞ্চম টেস্টের একাদশ ঘোষণা করেছে। ভারত সেটা করেনি। তবে সিডনিতে একাদশে রোহিত থাকবেন কি না, সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর আজ দেননি গম্ভীর। কারণ, অধিনায়ক রোহিতের বাজে ফর্ম নিয়ে সমালোচনা করছেন অনেকেই। দল ভালো করলেও না হয় তাঁর বাজে পারফরম্যান্স আড়ালে চলে যেত। কিন্তু দলের ব্যর্থতায় আরও বেশি করে সমালোচনা হচ্ছে তাঁকে নিয়ে। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ২-১ ব্যবধানে।

আরও পড়ুন—

গম্ভীরকে নিয়ে এবার বোমা ফাটালেন ভারতীয় বোর্ড কর্মকর্তা

রোহিতের গোঁয়ার্তুমিই ভারতকে ধ্বংস করছে, বললেন পাকিস্তানি ক্রিকেটার

ভারতকে ভড়কে দিতে এবার কী করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমালোচকদের ধুয়ে দিলেন রোহিত

আজহারীর মাহফিলে অসংখ্য মানুষের স্বর্ণালংকার-মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক

মানিকগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামির ঢামেকে মৃত্যু

টিউলিপকে লন্ডনের ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ, কীভাবে তিনি হাসিনা-ঘনিষ্ঠ

টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট দেন আ.লীগ সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত