Ajker Patrika

‘যন্ত্রণায়’ ভুগে মারা গেছেন ম্যারাডোনা, আদালতে বললেন ফরেনসিক বিশেষজ্ঞ

ক্রীড়া ডেস্ক    
২০২০ সালের ২৫ নভেম্বর মারা গেছেন ডিয়েগো ম্যারাডোনা। তাঁর মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক দেহরক্ষী। ছবি: এএফপি
২০২০ সালের ২৫ নভেম্বর মারা গেছেন ডিয়েগো ম্যারাডোনা। তাঁর মৃত্যুর মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক দেহরক্ষী। ছবি: এএফপি

হৃদ্রোগে আক্রান্ত হয়ে চার বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তবে তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ৭ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে চলছে বিচারকার্য। সেই মামলার শুনানিতে আদালতে সাক্ষ্য দিতে এসে বিস্ফোরক এক তথ্যই দিলেন ম্যারাডোনার ময়নাতদন্ত করা এক ফরেনসিক বিশেষজ্ঞ মরিসিও কাসিনেয়ি। ম্যারাডোনার মৃতদেহ দেখে তাঁর মনে হয়েছিল, মৃত্যুর আগে যন্ত্রণায় কাতর ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও লিভার সিরোসিসের কারণে মৃত্যুর অন্তত ১০ দিন আগে ম্যারাডোনার ফুসফুসে পানি জমে ছিল। মরিসিও বিচারকদের জানান, চিকিৎসক ও নার্সদের এ ব্যাপারে লক্ষ্য করা উচিত ছিল। ম্যারাডোনার হৃৎপিণ্ডের ওজন স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ ছিল। এর ফলে, মৃত্যুর ১২ ঘণ্টা আগে থেকে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি।

মরিসিও বলেন, ‘ম্যারাডেনা যেখানে ছিলেন, সেটা গৃহ হাসপাতালের জন্য উপযুক্ত ছিল না। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এবং ফুসফুসে পানি জমার কারণে মারা গেছেন তিনি।’

ম্যারাডোনার জীবনের শেষ দিনগুলোকে ‘ভয়াবহ নাট্যমঞ্চ’ হিসেবে অ্যাখ্যায়িত করেন কৌঁসুলিরা। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগ করতে ম্যারাডোনাকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। তাই সাত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ আনেন তারা।

দোষ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে অভিযুক্তদের। জুলাই পর্যন্ত এই মামলা চলতে পারে। যেখানে ১২০ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

মস্তিষ্কের অস্ত্রোপচার করার পর সেরে ওঠার জন্য হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন ম্যারাডোনা। লম্বা সময় ধরেই কোকেন ও মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ে জয়ের আগেই ২০২০ সালের ২৫ নভেম্বরে পৃথিবীকে বিদায় বলেন বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত