ক্রীড়া ডেস্ক
২০২৪ সাল এখনো শেষ হয়নি। এরই মধ্যে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা। প্রায় ৯ বছর পরে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সৌদি আরব। তবে ভোট যে একেবারেই হয়নি তা নয়। ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে গতকাল ২০৩৪ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সৌদি ছিল একমাত্র বিডার। ফিফার থেকে মরুর দেশের নামটি উচ্চারণ করার পর সদস্যরা যে হাততালি দিয়েছেন, সেটাই ভোট হিসেবে বিবেচনা করা হয়েছে।
ফিফা কংগ্রেসের ভোটের আগে থেকেই সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আর রোনালদো যেহেতু সৌদি আরবের ক্লাব আল নাসরে ২০২৩ সাল থেকে খেলছেন, মরুর দেশের এমন কর্মযজ্ঞ তাঁর চোখ এড়াবে কী করে। সৌদিকে আয়োজক ঘোষণা করার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিওতে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘২০৩৪ সালে সর্বকালের সেরা বিশ্বকাপ হবে। এটা অসাধারণ। এর অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য সুবিধাসহ সব কিছুই দারুণ। এসব দেখে আমি অনেক খুশি।’
সৌদির বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতার বিরোধিতা শুরু থেকেই করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে কোনো আপত্তি কানে তোলেনি ফিফা।দেশটিতে মেয়েদের পর্যাপ্ত স্বাধীনতা নেই বলেও বিভিন্ন নারী সংগঠনগুলোও সৌদিতে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে। উল্টো সৌদি আরবের প্রার্থিতা প্রস্তাবের মূল্যায়নে কিছুদিন আগে ইতিবাচক প্রতিবেদনই দিয়েছে ফিফা। দেশটির বিশ্বকাপ আয়োজন পরিকল্পনাকে ৫ এর মধ্যে ৪.২ নম্বর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এছাড়া রোনালদোর পাশাপাশি করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো ইউরোপীয় ফুটবলের তারকারা এখন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে খেলছেন।
প্রায় দুই বছর সৌদি আরবে থাকার কারণে আল নাসর তো বটেই, দেশটির অন্যান্য ক্লাবের ফুটবলারদের খেলার ধরনও বুঝতে পেরেছেন রোনালদো।পর্তুগিজ তারকা ফরোয়ার্ড বলেন,‘যেসব অল্প বয়সী ফুটবলারদের সঙ্গে খেলছি, তাদের মধ্যে থেকে দুই একজন বিশ্বকাপে খেলবে বলে আমি মনে করি। আমার ধারণা তারা উন্নতি করবে। নারী ফুটবলারদেরও উন্নতি হচ্ছে। সব ক্ষেত্রে আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। শুধু ফুটবলেই নয়, জীবনের ক্ষেত্রেও সেটা। তাদের কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করব আমি।’
Congratulations to all my friends in Saudi, I know how proud you all are today and I am sure @Saudi2034 will be historic 🇸🇦🏆#WelcomeToSaudi34 pic.twitter.com/m0GB1O2R4w
— Cristiano Ronaldo (@Cristiano) December 11, 2024
শুধু ২০৩৪ বিশ্বকাপই নয়, ফিফা কংগ্রেসে গতকাল আলোচনা হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়েও। আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল, মরক্কো-ছয় দেশে হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে হতে যাওয়া টুর্নামেন্টে নিজের দেশ আয়োজক হওয়াতে আলাদা একটি পোস্টও করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে সেটার ওপর লিখেছেন, ‘সবচেয়ে বিশেষ বিশ্বকাপ।’
২০৩৪ সালে সৌদি আরবের পাঁচ শহরে হবে বিশ্বকাপ ফুটবল। যার মধ্যে রাজধানী শহর রিয়াদেই থাকছে ৮ স্টেডিয়াম। টুর্নামেন্টের সূচি না জানা গেলেও কোন সময়ে হতে পারে, সেটার ব্যাপারে ধারণা পাওয়া গেছে। রমজান মাস ও সৌদিতে গ্রীষ্মকালীন তাপমাত্রার কথা চিন্তা করে ২০৩৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফুটবল বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বেশি।
২০২৪ সাল এখনো শেষ হয়নি। এরই মধ্যে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা। প্রায় ৯ বছর পরে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সৌদি আরব। তবে ভোট যে একেবারেই হয়নি তা নয়। ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে গতকাল ২০৩৪ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সৌদি ছিল একমাত্র বিডার। ফিফার থেকে মরুর দেশের নামটি উচ্চারণ করার পর সদস্যরা যে হাততালি দিয়েছেন, সেটাই ভোট হিসেবে বিবেচনা করা হয়েছে।
ফিফা কংগ্রেসের ভোটের আগে থেকেই সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আর রোনালদো যেহেতু সৌদি আরবের ক্লাব আল নাসরে ২০২৩ সাল থেকে খেলছেন, মরুর দেশের এমন কর্মযজ্ঞ তাঁর চোখ এড়াবে কী করে। সৌদিকে আয়োজক ঘোষণা করার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিওতে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘২০৩৪ সালে সর্বকালের সেরা বিশ্বকাপ হবে। এটা অসাধারণ। এর অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য সুবিধাসহ সব কিছুই দারুণ। এসব দেখে আমি অনেক খুশি।’
সৌদির বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতার বিরোধিতা শুরু থেকেই করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে কোনো আপত্তি কানে তোলেনি ফিফা।দেশটিতে মেয়েদের পর্যাপ্ত স্বাধীনতা নেই বলেও বিভিন্ন নারী সংগঠনগুলোও সৌদিতে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে। উল্টো সৌদি আরবের প্রার্থিতা প্রস্তাবের মূল্যায়নে কিছুদিন আগে ইতিবাচক প্রতিবেদনই দিয়েছে ফিফা। দেশটির বিশ্বকাপ আয়োজন পরিকল্পনাকে ৫ এর মধ্যে ৪.২ নম্বর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এছাড়া রোনালদোর পাশাপাশি করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো ইউরোপীয় ফুটবলের তারকারা এখন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে খেলছেন।
প্রায় দুই বছর সৌদি আরবে থাকার কারণে আল নাসর তো বটেই, দেশটির অন্যান্য ক্লাবের ফুটবলারদের খেলার ধরনও বুঝতে পেরেছেন রোনালদো।পর্তুগিজ তারকা ফরোয়ার্ড বলেন,‘যেসব অল্প বয়সী ফুটবলারদের সঙ্গে খেলছি, তাদের মধ্যে থেকে দুই একজন বিশ্বকাপে খেলবে বলে আমি মনে করি। আমার ধারণা তারা উন্নতি করবে। নারী ফুটবলারদেরও উন্নতি হচ্ছে। সব ক্ষেত্রে আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। শুধু ফুটবলেই নয়, জীবনের ক্ষেত্রেও সেটা। তাদের কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করব আমি।’
Congratulations to all my friends in Saudi, I know how proud you all are today and I am sure @Saudi2034 will be historic 🇸🇦🏆#WelcomeToSaudi34 pic.twitter.com/m0GB1O2R4w
— Cristiano Ronaldo (@Cristiano) December 11, 2024
শুধু ২০৩৪ বিশ্বকাপই নয়, ফিফা কংগ্রেসে গতকাল আলোচনা হয়েছে ২০৩০ বিশ্বকাপ নিয়েও। আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল, মরক্কো-ছয় দেশে হবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে হতে যাওয়া টুর্নামেন্টে নিজের দেশ আয়োজক হওয়াতে আলাদা একটি পোস্টও করেছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে সেটার ওপর লিখেছেন, ‘সবচেয়ে বিশেষ বিশ্বকাপ।’
২০৩৪ সালে সৌদি আরবের পাঁচ শহরে হবে বিশ্বকাপ ফুটবল। যার মধ্যে রাজধানী শহর রিয়াদেই থাকছে ৮ স্টেডিয়াম। টুর্নামেন্টের সূচি না জানা গেলেও কোন সময়ে হতে পারে, সেটার ব্যাপারে ধারণা পাওয়া গেছে। রমজান মাস ও সৌদিতে গ্রীষ্মকালীন তাপমাত্রার কথা চিন্তা করে ২০৩৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফুটবল বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বেশি।
১২৭ রান, ১৫ উইকেট, ৪.৫৬ রানরেট—একটা ম্যাচ কতটা ম্যাড়মেড়ে হতে পারে, এই পরিসংখ্যানে স্পষ্ট। ম্যাড়মেড়ে এই ম্যাচটিই হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের ফাইনাল। তবে সিলেটে এমন ফাইনাল দেখতে আসেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
২ ঘণ্টা আগেবাবর আজমের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিসিবির কেন্দ্রীয় চুক্তি ও দল থাকে বাদ পড়েন ফখর জামান। এক্সে করা পোস্টের জন্য ফখরকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় পিসিবি। কয়েক মাস পর বাবরকে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। জানিয়েছেন বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি। ভুলভাবে তাঁর...
২ ঘণ্টা আগেনামের মতোই এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুগ্ধ করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। টুর্নামেন্টে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মুগ্ধর মতো তারকাদের কয়েক বছর ধরে বাজিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে