Ajker Patrika

ফাইনালের একাদশেও আর্জেন্টিনা কোচের চমক

ক্রীড়া ডেস্ক
ফাইনালের একাদশেও আর্জেন্টিনা কোচের চমক

ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ফরমেশন কী হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিশ্বকাপের আগের ম্যাচগুলোর একাদশ এবং ফরমেশনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বরাবরই চমক রেখেছিলেন। ফাইনালেও সেই চমক ধরে রাখলেন। ফ্রান্সের বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজিয়েছেন স্কালোনি। 

ফ্রান্সের গতিশীল আক্রমণের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণাত্মক খেলার কথাই বেশি আলোচনা হয়েছে। বিশেষ করে ৫-৩-২ ফরমেশনের সম্ভাবনার কথা বলা হয়েছে। সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনা কোচ আবারও চমক দিলেন। আনহেল দি মারিয়াকে একাদশে যুক্ত করে ডিফেন্সিভ ও আক্রমণ দুই রূপে খেলার ফরমেশন করলেন। 

শিরোপার লড়াইয়ে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের দায়িত্বে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা ও নাহুয়েল মলিনা। মাঝমাঠ সামলাবেন দি মারিয়া, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর ফরোয়ার্ড হিসেবে থাকবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত